শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাটেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

টেকনাফে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার

কায়সার হামিদ মানিক: করোনা ভাইরাসের মাঝেও থেমে নেই ইয়াবা পাচার। শুক্রবার রাত ১০টার দিকেটেকনাফের নাফ নদীর জালিয়া দ্বীপ এলাকা থেকে ৯০ হাজার পিস ইয়াবা উদ্ধার করেছে কোস্টগার্ড সদস্যরা। কিন্তু এসময় পাচারকারীরা পালিয়ে যায়।

বাংলাদেশ কোস্টগার্ড পূর্ব জোনের স্টাফ অফিসার (অপারেশন) লেফটেন্যান্ট কমান্ডার এম সাইফুল ইসলাম জানান, মিয়ানমার থেকে ইয়াবার একটি চালান বাংলাদেশে প্রবেশ করতে পারে এমন সংবাদের ভিত্তিতে কোস্টগার্ডের একটি টহল দল নাফ নদীর জালিয়া-দ্বীপ সংলগ্ন এলাকায় ওঁৎ পেতে থাকে।

কিছুক্ষণ পর সন্দেহজনক একটি কাঠের নৌকা নিয়ে কয়েকজন লোক সীমান্তে প্রবেশের সময় কোস্টগার্ডের সদস্যরা থামার সংকেত দিলে ইয়াবা ও নৌকা ফেলে পাচারকারীরা পালিয়ে যায়।

পরে নৌকার ভেতর তল্লাশি করে ৯০ হাজার পিস ইয়াবা পাওয়া যায়। যার আনুমানিক মূল্য ২ কোটি ৭০ লাখ টাকা। উদ্ধারকৃত ইয়াবা ও কাঠের নৌকাটি আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় সোপর্দ করা হবে বলে জানিয়েছে কোস্টগার্ড।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments