শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে সামাজিক দুরত্ব বজায় রেখে বসার কথা বলায় গণপিটুনির শিকার

বাউফলে সামাজিক দুরত্ব বজায় রেখে বসার কথা বলায় গণপিটুনির শিকার

অতুল পাল: করোনা ভাইরাস প্রতিরোধের বিধান মেনে সামাজিক দুরত্ব বজায় রেখে বসার কথা বলতে গিয়ে গণপিটুনির শিকার হয়ে হাসপাতালে ঠিকানা হয়েছে রাজ্জাক চৌকিদার (৪৫) নামের এক ব্যাক্তির। বৃহস্পতিবার (০৯ মার্চ) রাতে বাউফলের বগা ইউনিয়নের চন্দনবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটেছে। এব্যপারে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। জানা গেছে, ওই গ্রামের রাজ্জাক চৌকিদার ওই দিন এশার নামাজের উদ্দেশ্যে নিজ বাড়ি থেকে পার্শ্ববর্তী একটি মসজিদে যাচ্ছিলেন। পথিমধ্যে কতিপয় যুবককে একটি দোকানের সামনে আড্ডা দিতে দেখে দূরত্ব বজায় রেখে বসতে বলে মসজিদে চলে যান। নামাজ শেষে ফিরে আসার সময় একই স্থানে পার্শ্ববর্তী দাশের হাওলা গ্রামের হাফেজ সরদারের পুত্র কুদ্দুস সর্দার, সবুজ সর্দার, চন্দন বাড়িয়া গ্রামের নাসির গাজীর পুত্র আবু সালেহ, নাঈম এবং এলাহি বক্সের পুত্র নাসির গাজী তাদেরকে উপদেশ দেয়ার কারণ জিজ্ঞেস করে। এক পর্যায় তারা তাকে বেধরক পিটিয়ে গুরুতর জখম করে রাস্তার উপর ফেলে রাখে। ঘটনার পর স্থানীয়রা তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। এ ঘটনায় রাজ্জাক চৌকিদার বাদি হয়ে কুদ্দুস সর্দার সহ ৫জনের বিরুদ্ধে বাউফল থানায় একটি অভিযোগ দায়ের করেছেন। তবে অভিযুক্ত কুদ্দুস সর্দার অভিযোগ অস্বীকার করেছে। বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান, অভিযোগ পেয়েছি, বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments