শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে অযথা ঘোরাফেরা, ১০ জনকে জরিমানা

রায়পুরে অযথা ঘোরাফেরা, ১০ জনকে জরিমানা

তাবারক হোসেন আজাদ: করোনা সংক্রমণ রোধে সরকারি নির্দেশনার পরও লক্ষ্মীপুরের রায়পুরে ঠেকানো যাচ্ছে না গণজমায়েত। শহর ও গ্রামের প্রায় চায়ের দোকান গুলোতে চলছে আড্ডা, অযথা ঘোরাফেরা। প্রশাসনের অভিযানে ঘরে ফিরলেও কিছুক্ষণ পর আবার রাস্তা ও বাজারে ভিড় করছেন মানুষ । এ অবস্থায় জনগণকে ঘরে ফেরাতে বিভিন্ন স্থানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। গত (১২ এপ্রিল) রবিবার দোকান মালিক, পথচারী ও অটোচালক অযথা ঘুরাঘুরি করায় তাদের কাছ থেকে ২১’ শ টাকা জরিমানা আদায় ও ৮ টি মামলা করা হয়েছে। উপজেলা সহকারী কমিশনার (ভূমি ) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট আখতার জাহান সাথী বলেন, করোনা ভাইরাস প্রতিরোধ ও নিয়ন্ত্রণে জনসমাগম এড়াতে সেনাবাহিনী ও পুলিশ বাহিনীর সহযোগিতায় বাজার মনিটরিংয়ের পাশাপাশি মিতালী বাজার, রাখালিয়া বাজার, জনতা বাজার, ভূঁইয়ার হাট বাজার এবং বামনী ইউনিয়নের বিভিন্ন পযেেন্ট অভিযান পরিচালনা করা হয়। এসময় ৮টি মামলায় ২১’ শ টাকা জরিমানা আদায় করা হয়েছে। পাশাপাশি মসজিদে সরকারি নির্দেশনা অমান্য করে ১০জনের বেশি লোক থাকায় এবং সামাজিক দূরত্ব বজায় না রাখায় সংশ্লিষ্ট মসজিদের ইমামসহ সকলকে সতর্ক করা হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments