শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলারংপুর বিভাগের ৮ জেলাতে করোনা আক্রান্ত ৪৫

রংপুর বিভাগের ৮ জেলাতে করোনা আক্রান্ত ৪৫

জয়নাল আবেদীন: রংপুর মেডিক্যাল কলেজের করোনা টেস্ট ল্যাবরেটরিতে গত ২৪ ঘণ্টায় ১শ৮৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এই নমুনা থেকে নতুন আরও সাতজনকে করোনায় আক্রান্ত রোগী হিসাবে শনাক্ত করা হয়েছে। রংপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. একেএম নুর-উন-নবী লাইজু জানান ২ এপ্রিল রংপুর মেডিক্যাল কলেজে পিসিআর মেশিন স্থাপিত ল্যাবের আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হয়। এরপর থেকে গত ১৬ দিনে ১৩ ধাপে ১হাজার ১শ০৬টি নমুনার পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে এখন পর্যন্ত ৩৯ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এছাড়াও ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) মাধ্যমে রংপুর বিভাগ থেকে আরও ৬ জন করোনা আক্রান্ত শনাক্ত হয়েছে রংপুর বিভাগে এখন আক্রান্ত সংখ্যা ৪৫ জন। তিনি বলেন আক্রান্তদের মধ্যে মধ্যে গাইবান্ধায় ১৩জন নীলফামারীতে ৯জন দিনাজপুরে ৯জন ঠাকুরগাঁওয়ে ৫জন রংপুরে ৪জন লালমনিরহাটে ২জন কুড়িগ্রামে ২জন এবং পঞ্চগড় জেলার ১ জন রয়েছেন। এতে রংপুর বিভাগের আট জেলাতেই বিস্তার করেছে করোনা। আক্রান্তদের বেশিরভাগই ঢাকা ও নারায়নগঞ্জসহ গার্মেন্টস শিল্প এলাকা থেকে গ্রামে ফিরেছেন। এদিকে রংপুর সিটি এবং প্রশাসনের পক্ষ থেকে ব্যাপক মাইকযোগে প্রচারনা চালানো হচ্ছে সবাইকে ঘরে থাকতে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments