শহিদুল ইসলাম: ভারতে আটকে পড়া ৮০ জন পাসপোর্টযাত্রী বেনাপোল চেকপোষ্ট দিয়ে দেশে ফিরেছে। এদের মধ্যে একজন মৃত্যু ব্যক্তি রয়েছে।
ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে পাঠিয়ে দেওয়া হচ্ছে নিকটস্থ প্রাতিষ্ঠানিক কেন্দ্রে।
রোববার (১৯ এপ্রিল) বেলা ৯ টা থেকে বিকাল সাড়ে ৫ টা পর্যন্ত এ পথে ভারত থেকে আটকে পড়া চিকিৎসা ও ভ্রমন শেষে দেশে ফেরে ৭৯ জন নারী পুরুষ ও শিশু এবং একজন মৃত্যু ব্যক্তি। মৃত্যু বরন কারী ব্যক্তি ভারতে চিকিৎসা নিতে গিয়েছিলেন।
বেনাপোল ইমিগ্রেশন ওসি আহসান কবির বলেন, ফেরত আসাদের বিশেষ নিরাপত্তায় প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নেওয়া হচ্ছে। ইমিগ্রেশন এর আনুষ্ঠানিকতা শেষে এদের পুলিশ, বিজিবি, উপজেলা প্রশাসন ও ফায়ার সার্ভিসের কর্মীরা নির্দিষ্ট গন্তব্য নিয়ে যাচ্ছে।
শার্শা উপজেলা প্রশাসন সুত্র বলেন, ভারত থেকে ফেরত আসা পাসপোর্ট যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ১৪ দিন রাখা হবে। আজ যে ৭৯ জন যাত্রী এসেছে এদের আমরা যশোর-বেনাপোল মহাসড়কের গাজির দরগাহ নামক একটি মাদ্রাসায় নিয়ে যাওয়া হবে। সেখানে এরা ১৪ দিন কোয়ারেন্টাইনে থাকার পর যদি কারো শরীরে করোনা সংক্রামক ধরা না পড়ে তাহলে তাদের বাড়ি পাঠিয়ে দেওয়া হবে।