সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় মুক্তিপনের দাবিতে যুবক সোহেল রানাকে অপহরণকারী মিলনকে জনতা আটক করে পুলিশের হাতে দিয়েছে। অপহরনকারী মুক্তিপনের টাকা না পেয়ে অপহৃত সোহেল রানাকে জান্ত মাটিতে পুতে রাখার সময় আটক হয়। অপহরনকারী মিলন উপজেলার গজাইল গ্রামের মোকবুল হোসেনের ছেলে। উল্লাপাড়া মডেল থানা সূত্রে জানা যায়, উপজেলার আলীগ্রামের মোঃ মোকবুল হোসেনের ছেলে সোহেল রানা কে গতকাল শনিবার রাতে অপহরণ করে তার পরিবারের কাছে মুক্তিপন দাবি করে। মুক্তিপন না পেয়ে রোববার সকালে নিজ বাড়িতে গর্তকরে সোহেল রানাকে মাটির নিচে পুতে রাখার সময় গ্রামবাসী তাকে উদ্ধার এবং অপহরণকারীকে আটক করে গণপিটুনী দেয়। পরে উল্লাপাড়া থানা পুলিশের কাছে তাকে তুলে দেয়া হয়।