শফিকুল ইসলাম: জয়পুরহাটের আক্কেলপুর পৌরসভায় ত্রাণের দাবিতে বিক্ষোভ ও উপজেলা পরিষদ কার্যালয়ে অবস্থান করেছে প্রায় তিনশত কর্মহীন পরিবারের নারীরা। সোমবার দুপুর আড়াইটায় পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের ওই কর্মহীন পরিবারের নারীরা ত্রাণের জন্যে পৌরসদরের মেইন রোডে ‘ত্রাণ চাই ত্রাণ চাই’ ফেষ্টুন হাতে নিয়ে বিক্ষোভ প্রদর্শন করেন। এরপর তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় চত্তরে অবস্থান নিয়ে বিক্ষোভ শুরু করে। খোজ নিয়ে জানাগেছে, পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের হাস্তাবসন্তপুর, শ্রীকৃষ্টপুর, ঘোণপাড়া মহল্লার প্রায় একহাজার দরিদ্র পরিবারের বসবাস। তাদের অভিযোগ, করোনাভাইরাসের দূর্যোগে এখন পর্যন্ত কোন ত্রাণ তাদের কাছে পৌঁছয়নি। বিক্ষোভকারীরা জানান, করোনার প্রভাবে গত একমাস ধরে তারা কর্মহীন। স্থানীয় ওয়ার্ড কাউন্সিলর ত্রাণ দেওয়ার আশ্বাস দিয়ে তালিকা করে নিয়েছেন কিন্তু আজ অবধি তাদের কাছে কোন ত্রাণ পৌছয়নি বলে অভিযোগ করেন তারা। ত্রাণের দাবিতে বিক্ষোভে নেতৃত্বদান কারী হাস্তাবসন্তপুর শ্রীকৃষ্টপুর স্কুল পাড়া মহল্লার বাসিন্দা রিপন হোসেন বলেন, করোনাভাইরাসের কারনে আমার গ্রামের অধিকাংশ লোক কর্মহীন হয়ে পরেছে। গ্রামের প্রায় তিনশত জন কর্মহীন মানুষ এখন পর্যন্ত কোন ত্রাণ পায়নি। বাধ্য হয়ে তারা আজ ত্রাণের দাবি নিয়ে বিক্ষোভে অংশ নিয়েছে। তবে পৌরসভার ছয় নম্বর ওয়ার্ড কাউন্সিলর আব্দুল ওয়াহেদ জানান, পৌরসভার উদ্যোগে ছয় নম্বর ওয়ার্ডে প্রথম ধাপে ১৬০, দ্বীতিয় ধাপে ১১১, তৃতীয় ধাপে ৯৮ পরিবারকে ত্রাণ দেওয়া হচ্ছে এবং আবারও ৯৮ পরিবারের তালিকা প্রস্তুত করা আছে যা ত্রাণ পৌছামাত্র বিতরণ করা হবে। ত্রাণ নিয়ে বিক্ষোভের বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমার ওয়ার্ডে যা বরাদ্দ দেওয়া হয়েছিল তা সবটুকুই বিতরণ করা হয়েছে। যারা বিক্ষোভে অংশ নিয়েছেন তাদের অধিকাংশই এর আগে ত্রাণ পেয়েছে বলে জানান তিনি।
উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জাকিউল ইসলাম বলেন, আমি জেলায় মিটিংয়ে ছিলাম, তবে বিষটি আমি জেনেছি।