শফিকুল ইসলাম: জয়পুরহাটে নতুন করে আরও একজনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। আজ রাজশাহী থেকে তিনটি নমুনা পরীক্ষার রিপোর্টে একজনের করোনা পজিটিভি এসেছে। আক্রান্ত ব্যক্তি পাঁচবিবি উপজেলার ছোট মানিক গ্রামের বাসিন্দা। সে কদিন আগে নারায়নগঞ্জ থেকে বাড়ি এসে হোম কোয়ারেন্টিনে ছিল। সোমবার রাত পৌনে ৮টায় করোনা সনাক্তের কথা নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডা: সেলিম মিঞা । জেলা সিভিল সার্জন ডাঃ সেলিশ মিঞা জানান, রাজশাহী মেডিকেল কলেজের ল্যাবরেটরিতে পাঠানো নমুনার মধ্যে আজ তিনজনের রিপোর্টে ২টি নেগেটিভ এবং একজনের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তার বয়স ৩৩ বছর। আক্রান্ত ব্যক্তিকে হোম কোয়ারেন্টিনে রাখা হয়েছিল এই রিপোর্টের পর তাকে আক্কেলপুর উপজেলার গোপীনাথপুর ইনস্টিটিউট হেলথ টেকনোলজির আইসোলেশনে রাখা হবে বলে জানান তিনি। আক্রান্ত রোগীকে আইসোলেশনে পাঠানোর প্রক্রিয়া চলছে। এ নিয়ে জেলায় মোট ৩জন আক্রান্ত হলেন। আগের আক্রান্ত দুজনকেও আইসোলেশনে রাখা হয়েছে।