জয়নাল অবেদীন: রংপুর জেলা প্রশাসনের পক্ষ থেকে ত্রাণ সহায়তা অব্যাহত রয়েছে । দিন ব্যাপি এই ত্রাণ কার্যক্রম পরিচালানার পাশাপাশি সামাজিক দুরত্ব নিশ্চিত ও অন্যান্য কার্যক্রমের মধ্যে নগরীর বিভিন্ন ওয়ার্ডে TCB’র খাদ্য দ্রব্য বিক্রয় তদারকি সহ মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় মানুষকে মাস্ক ব্যাবহার,ঘরে অবস্থান এবং সামাজিক দুরত্ব নিশ্চিত করণে উদ্বুদ্ধ করা হয়। কাউনিয়া উপজেলার সাহেববাজার, হক বাজার, হারাগাছ পৌর বাজার, মেনাজ বাজার সহ বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করা হয় এবং নির্দিষ্ট সময়ের পর দোকান খোলার অপরাধে জরিমানা করা হয়। এ সময় জনসচেতনতার জন্য মাইকিং করা হয়। এছাড়া, নির্দিষ্ট সময়ের পর দোকান খোলা রাখার সরকারি নির্দেশনা মেনে চলা ও সামাজিক দুরত্ব নিশ্চিত করণে মানুষকে উৎসাহিত করা হয়। এদিকে নগরীর সুরভি উদ্যানে ৭০ জন হকার শ্রমিকদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়। একই পয়েন্টে বিকেলে নগরীর ফুল-দোকান শ্রমিকদের ৭২ জনকে ত্রাণ সহায়তা প্রদান করা হয়। এছাড়া জেলা প্রশাসনের হটলাইনে ও ৩৩৩ নম্বরের মাধ্যমে সাহায্য প্রার্থীদের বাড়িতে খাদ্য সহায়তা পৌঁছে দেওয়া হয়। অপরদিকে সরকারি প্রাপ্ত ত্রান জেলার পীরগাছা উপজেলার পারুল ইউনিয়নে ১হাজার ২শ২৫ জন এবং অন্নদানগর ইউনিয়নে ১হাজার ৪০জন রিকশা, ভ্যান, অটো, মটরশ্রমিকের মাঝে ত্রান বিতরণ করা হয়। বদরগঞ্জ উপজেলার লোহানীপাড়া ইউনিয়নে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের মাঝে ৫ টি স্থানে মোট ৫শ পরিবাকে খাদ্য সহায়তা প্রদান করা হয়। পীরগাছা উপজেলার অন্নদানগর ইউনিয়নে কর্মহীন রিকশা,ভ্যান, অটো, ট্রলি চালকসহ সর্বমোট ১হাজার৫০টি হতদরিদ্র পরিবারের মাঝে ত্রান বিতরণ করা হয়।