আবু বক্কর সিদ্দিক: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার দহবন্দ ইউনিয়নের উত্তর ধুমাইটারী গ্রামের সুরুজ্জামান (৩০) নামে এক যুবক বৈদ্যুতিক তারে জড়িয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে। স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে উক্ত গ্রামের খাইরুজ্জামানের পুত্র সাজু মিয়া তাঁর সেচ পাম্পে (পাওয়ার পাম্প) সংযোগকৃত বৈদ্যুতিক তার অব্যবস্থাপনায় পড়ে থাকায় ভাতিজা সুরুজ্জামানকে মেরামতের জন্য ডেকে নিয়ে যান। সুরুজ্জামান পরিত্যাক্ত ঐ বৈদ্যুতিক তার টানানোর প্রস্তুতি নিলে পরিত্যাক্ত তারে জড়িয়ে তার (সুরুজ্জামানের) ঘটনাস্থলেই মৃত্যু হয়। সুরুজ্জামান উক্ত গ্রামের লাল মিয়ার পুত্র ও ২ সন্তানের জনক। খবর পেয়ে এসআই গোলাম মোস্তফা ঘটনাস্থল পরিদর্শন করেছেন। বিষয়টি নিশ্চিত করে থানার এসআই গোলাম মোস্তফা জানান, পরিবারের পক্ষ থেকে সুরুজ্জামানের বড় ভাই আতাউর রহমান একটি ইউডি মামলা করেছেন। স্থানীয়ভাবে মরদেহ দাফন হয়েছে।