বাংলাদেশ প্রতিবেদক: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার ডালবুগঞ্জ ইউনিয়নে খাদ্যবান্ধব কর্মসূচীর তালিকাভুক্ত অসহায় মানুষের ১০ টাকায় প্রাপ্ত চাল আত্মসাৎ করার অভিযোগ পাওয়া গেছে সংশ্লিষ্ট ডিলার ও ডালবুগঞ্জ ইউনিয়নের গ্রাম পুলিশ’র বিরুদ্ধে। দীর্ঘদিন ধরে দুস্থদের সরকারী চাল আত্মসাৎ করে কালোবাজারে বিক্রী করার বিষয়ে ভুক্তভোগীরা উপজেলা নির্বাহী কর্মকর্তা কাছে অভিযোগ দেয়ার পর অভিযুক্তদের বিষয়ে খাদ্য অধিদপ্তরকে আইনী পদক্ষেপ নিতে বলেন নির্বাহী কর্মকর্তা।
আজ (বৃহস্পতিবার) দুপুরে ভুক্তভোগীরা উপজেলা পরিষদ কার্যালয়ে উপস্থিত হয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক’র কাছে অভিযোগ করেন। ভুক্তভোগী ১০ অভিযোগকারী জানান, যাচাই বাছাইয়ের কথা বলে তাদের কার্ড নিয়ে যান গ্রাম পুলিশ আবু সালেহ। এরপর দীর্ঘ এক বছর যাবৎ কার্ডে জাল সই দিয়ে এবং ছবি পরিবর্তন করে ডিলারের যোগসাজশে চাল উত্তলোন করে কালো বাজারে বিক্রী করছেন। এতে খাদ্য অধিদপ্তরের কানেকশন থাকার কথা বলছেন স্থানীয়রা।
কলাপাড়া খাদ্য অধিদপ্তরের পরিদর্শক আরিফা সুলতানা বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তার
কার্যালয় থেকে আমরা এধরনের কোন লিখিত নির্দেশনা পাইনি। লিখিত ভাবে নির্দেশনা পেলে তখন দেখা যাবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আবু হাসনাত মোহাম্মদ শহিদুল হক বলেন, ’সুবিধা বঞ্চিতরা আজ আমার কাছে অভিযোগ জানিয়েছে। এর সাথে সংশ্লিষ্ট ডিলার ও একজন গ্রাম পুলিশ জড়িত বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা। এবিষয়ে আইনী পদক্ষেপ নিতে খাদ্য অধিদপ্তরকে বলা হয়েছে।’