বৃহস্পতিবার, সেপ্টেম্বর ১২, ২০২৪
Homeসারাবাংলারংপুরে কাবিখার ২ হাজার ৭শ৯০ কেজি চালসহ ইউপি সদস্য আটক

রংপুরে কাবিখার ২ হাজার ৭শ৯০ কেজি চালসহ ইউপি সদস্য আটক

জয়নাল আবেদীন: রংপুরের কাউনিয়ায় কাজের বিনিময়ে খাদ্য (কাবিখা) কর্মসূচির ২হাজার৭শ৯০ কেজি চাল উদ্ধার সহ আশরাফুল আলম নামে এক ইউপি সদস্যকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে উপজেলার রাজেন্দ্র বাজার থেকে তাকে আটক করা হয়। আটককৃত আশরাফুল উপজেলার বালাপাড়া ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের সদস্য। কাউনিয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আজিজুল ইসলাম জানান, ইউপি সদস্য আশরাফুল কাবিখার ওই চাল রাজেন্দ্র বাজারের পুস্প নামে এক ব্যক্তির গোডাউনে বস্তা পরিবর্তন করছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ওই পরিমাণ চালউদ্ধার সহ ইউপি সদস্য আশরাফুল আলমকে হাতেনাতে আটক করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা উলফৎ আরা বেগম জানান, আদালতের নির্দেশে উদ্ধারকৃত চালের বিষয়ে সিদ্ধান্ত নেয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments