কামাল সিদ্দিকী: পাবনার রূপপুর নির্মাণাধীন পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত অবস্থায় মাথায় বোম প্লেসার পড়ে আব্দুল মবিন (৩৫) নামের একজন প্রকৌশলী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকেল চারটার দিকে দূর্ঘটনায় আহত হন তিনি। রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সন্ধ্যা সাতটার দিকে তিনি মারা যান। নিহত প্রকৌশলী মবিন পাবনা সদর উপজেলার টেবুনিয়ার মজিদপুর গ্রামের কেরামত আলী খানের ছেলে। তিনি রুপপুরে প্রকল্পে ভারতীয় সাব ঠিকাদারী প্রতিষ্ঠান ‘পাহারপুর কুলিং টাওয়ার’ এর প্রকৌশলী হিসেবে চাকুরী করতেন। ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, রাজশাহীর রাজপাড়া থানায় ইউডি মামলা হবে এবং রাজশাহী মেডিকেলের মর্গে ময়না তদন্ত শেষে মরদেহ পাবনায় আসবে। যদি পরিবার থেকে অভিযোগ দেয় তাহলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। রুপপুর বিদ্যুৎ প্রকল্পের সাইট ইনচার্জ রুহুল কুদ্দুস এ দূর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার বিকেলে রুপপুর পারমানবিক বিদ্যুৎ প্রকল্পে নির্মাণাধীন কুলিং টাওয়ারে ২৯০০ লোডের ঢালাইয়ের কাজ চলছিল। এ সময় বোম প্লেসার ভেঙ্গে ওই প্রকৌশলীর মাথার উপর পড়লে তিনি গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে প্রকল্পের মেডিকেল সেন্টারে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর পাবনা জেনারেল হাসপাতালে পাঠানো হয়। সেখানে তার অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যায় রাজশাহী থেকে তাকে এয়ার এ্যাম্বুলেন্সে ঢাকায় নেওয়ারও প্রস্তুতি চলার মৃত্যুর কোলে ঢলে পড়েন।