বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবঙ্গবন্ধুসেতুর উপরে বিবিএ’র উদ্ধারকর্মীকে মেরে গেল ট্রাক

বঙ্গবন্ধুসেতুর উপরে বিবিএ’র উদ্ধারকর্মীকে মেরে গেল ট্রাক

আব্দুল লতিফ তালুকতার: টাঙ্গাইলের বঙ্গবন্ধুসেতুর উপর পণ্যবাহী একটি বিকল ট্রাককে উদ্ধার করতে গিয়ে এক মিনি ট্রাকের ধাক্কায় মোঃ কাদের (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সে ভূঞাপুর উপজেলার গাবসারা ইউনিয়নের চন্ডিপুর গ্রামের মোঃ আইয়ুব আলী (পাশান মাস্টার) এর ছেলে। কাদের বঙ্গবন্ধু সেতুর (বিবিএ) স্টাফ ও রেকার গাড়ীর উদ্ধারকর্মী হিসেবে কর্মরত ছিলেন। বৃহস্পতিবার দিবাগত মধ্য রাতে বঙ্গবন্ধু সেতুর ৩০নং পিয়ারের উপর এই দুর্ঘটনা ঘটে। শুক্রবার (২৪ এপ্রিল) বঙ্গবন্ধু সেতু পূর্ব থানার অফিসার ইনচার্জ কাজী আয়ুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, উত্তরবঙ্গ থেকে ছেড়ে আসা ঢাকাগামী পণ্যবাহী একটি ট্রাক সেতুর ৩০নং পিয়ারের কাছে পৌঁছালে হঠাৎ ট্রাকটি বিকল হয়ে যায়। এ খবর পেয়ে কাদের বিবিএ টিসিআর রেকারটি নিয়ে ঘটনাস্থলে পৌঁছে ট্রাকটি উদ্ধার করতে যায়। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী একটি মিনি ট্রাক কাদের কে ধাক্কা দেয়। পরে গুরুতর অবস্থায় উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments