শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাসাপাহারে কর্মহীন রিক্সাভ্যান চালকদের মাঝে মাস্ক ও নগদ অর্থ বিতরণ

সাপাহারে কর্মহীন রিক্সাভ্যান চালকদের মাঝে মাস্ক ও নগদ অর্থ বিতরণ

বাবুল আকতার: নওগাঁর সাপাহার উপজেলার বিশিষ্ট ব্যাবসায়ী মুনির এন্টারপ্রাইজের সত্যাধিকারী, সমাজ সেবী মুনিরুল ইসলাম (মুনির) এর ব্যাক্তি গত উদ্যোগে অসহায় কর্মহীন রিক্সাভ্যান চালকদের মাঝে মাস্ক ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। শুক্রবার সকাল ১০টায় তিনি উপজেলার আইহাই ইউনিয়নের মধুইল বাজার ও পাতাড়ী ইউনিয়নের আদাতলা (পাতাড়ী)বাজারে করোনা ভাইরাস প্রতিরোধে চলমান লক ডাঊন মেনে বাড়িতে অবস্থানকারী প্রায় অর্ধশত ভ্যান রিক্সা চালককে চিকিৎসা সেবা হিসেবে নগদ অর্থ মাক্স এবং মাননীয় খাদ্য মন্ত্রী কর্তৃক দেয়া করোনা প্রতিরোধে সচেতনতা মুলোক লিফলেট বিতরণ করেন। এ ব্যাপারে বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক মুনিরুল ইসলাম মুনির জানান, বর্তমানে দেশে করোনা ভাইরাসের বিস্তার রোধে সরকারী ভাবে ব্যাপক কর্মসুচী বাস্তবায়ন করা হচ্ছে। লকডাউন চলায় শ্রমজীবী এই মানুষগুলো রাস্তায় বের হতে পারেনা। তারা সরকারী খাদ্য সহায়তা নিয়ে করোনা প্রতিরোধে নিজ নিজ ঘরে অবস্থান করছেন। পবিত্র রমজান মাসে কর্মহীন এই মানুষগুলোর চিকিৎসা সেবা ও স্বাস্থ্য সুরক্ষার কথা ভেবে তিনি এই আর্থীক সহায়তা কার্যক্রম পরিচালনা করেছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments