বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাউখিয়ার কুতুপালংয়ে অগ্নিকান্ডে মার্কেট পুড়ে ছাই

উখিয়ার কুতুপালংয়ে অগ্নিকান্ডে মার্কেট পুড়ে ছাই

কায়সার হামিদ মানিক: কক্সবাজারের উখিয়ার কুতুপালং বাজারে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রোববার (২৬ এপ্রিল) ভোর ৫ টার দিকে কুতুপালং নিবন্ধিত রোহিঙ্গা শরনার্থী ক্যাম্প সংলগ্ন ভুট্টো মার্কেটে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটে।দ্রুত আগুন ছড়িয়ে পড়ায় মার্কেটের মুদির দোকান,চায়ের দোকানসহ অন্তত ২০/২২ টি দোকান পুড়ে আনুমানিক ১৫/২০লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে স্থানীয়রা জানিয়েছে।

অগ্নিকান্ডের খবর পেয়ে উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স টিম ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘচেষ্টার পর নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।স্থানীয় জনতাও আগুন নিয়ন্ত্রণে আনতে ফায়ার সার্ভিসকে সহায়তা করেন। উখিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশন ইনচার্জ মোঃ ইমদাদুল বলেন, ‘ক্যাম্পের রোহিঙ্গারা যখন রমজানের সাহরীর জন্য ব্যস্ত ছিল, তখন অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

তিনি জানান, খবর পেয়ে ফায়ার স্টেশনের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ আনতে সক্ষম হয়। অগ্নিকাণ্ডের সময় দোকানগুলো বন্ধ ছিল। আগুনের সূত্রপাত কিভাবে হয়েছে তা জানার জন্য তদন্ত করা হচ্ছে। দোকানগুলোর মালিক রোহিঙ্গারা। তাৎক্ষনিকভাবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করা যায়নি।’অগ্নিকান্ডের সূত্রপাত এখনো জানা যায়নি।অগ্নিকান্ডের কারণে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি বলে জানান।

কুতুপালং বাজার ব্যবসায়ীর সভাপতি হেলাল উদ্দিন জানান,অগ্নিকান্ডে প্রায় ২০/২২টির মতো দোকান পুড়ে যায়।তবে অগ্নিকান্ডের ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি বলে জানান।তবে অগ্নিকান্ডে পুড়ে যাওয়া দোকানের মধ্যে,চায়ের দোকান,মুদির দোকানসহ বিভিন্ন দোকান ছিল,এতে ক্ষয়ক্ষতির পরিমাণ ২০/২৫ লক্ষ টাকা হতে পারে বলে ধারণা দেন এ প্রতিবেদককে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments