বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, ঘাতকের মা আটক

বাউফলে কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা, ঘাতকের মা আটক

অতুল পাল: বাউফলে রাতের আধাঁরে ঘুমন্ত অবস্থায় এক কলেজ ছাত্রকে কুপিয়ে হত্যা এবং তার দুই সহোদরকে গুরুতর জখম করেছে প্রতিপক্ষরা। শনিবার (২৫ এপ্রিল) গভীর রাতে উপজেলার কালিশুরী ইউনিয়নের শিবপুর গ্রামে এই নৃশংস ঘটনা ঘটেছে। পুলিশ আজ রোববার ঘটনাস্থল থেকে একটি শাবল এবং ঘটনার সাথে জড়িত ঘাতকের মাকে আটক করেছে। নিহত ছাত্রের নাম মো. রেদোয়ান হোসেন(১৯)। সে কালিশুরী ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্র এবং আহত সহোদার দুই ভাই আবদুল্লাহ (১৭) কালিশুরী এস.এ. ইনিস্টিটিউশনের সপ্তম শ্রেণির ছাত্র ও ফয়সাল (১২) একটি মাদ্রাসার ষষ্ঠ শ্রেণির ছাত্র। তাদের পিতার নাম নূরুল ইসলাম সিকদার। স্থানীয় ও নিহতের স্বজনদের সাথে কথা বলে জানা গেছে, শিবপুর গ্রামের নূরুল ইসলামের বড় ছেলে দিনার স্ত্রী রেশমা বেগম শবেবারতের দিন প্রতিপক্ষ আলম খানের স্ত্রী সাহিদা বেগমের উঠানে রাখা শুকনো কচুরিপানার উপর কম্বল শুকানোর জন্য রাখে। কম্বল থেকে নিংরানো পানি কচুরিপানার উপর পড়লে সাহিদা বেগম ও রেশমা বেগমের মধ্যে প্রথমে কথা কটাকাটি এবং এক পর্যায়ে ঝগড়া হয়। স্থানীয়রা এসে ওই ঝগড়া মিটিয়ে দেয়। এই ঘটনার জের ধরে ঘটনার দিন শনিবার (২৫ এপ্রিল) রাত আড়াইটার দিকে আলম খানের ছেলে কালিশুরী এস.এ. ইনিস্টিটিউশনের নবম শ্রেণির ছাত্র ইমরান ধারালো অস্ত্র নিয়ে রেদোয়ানের টিনের ছাপড়া দেয়া দরজা খোলা ঘরে ঢুকে একই বিছানায় ঘুমাানো তিন ভাইকে এলোপাতারি কোপাতে থাকে। এসময় তাদের ডাকচিৎকারে বাড়ির লোকজনসহ প্রতিবেশিরা এগিয়ে আসে। এসময় ইমরান পালিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রেদোয়ানকে মৃত ঘোষণা করেন এবং অপর দুই ভাইকে বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। আজ রোববার সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে একটি শাবল উদ্ধার এবং ঘাতক ইমরানের মা সাহিদা বেগমকে আটক করেছে। পুলিশ পোস্টমর্টেমের জন্য লাশ পটুয়াখালী মর্গে পাঠিয়েছেন। বাউফল সার্কেলের সিনিয়র সহকারি পুলিশ সুপার মো. ফারুক হোসেন জানান, ঘটনাস্থলে পুলিশ রয়েছে। ইমরানকে গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। এখনো মামলা হয়নি।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments