শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪
Homeসারাবাংলাসাঁথিয়ার ৫ হাজার কৃষিশ্রমিক ধান কাটতে দেশের বিভিন্ন অঞ্চলে

সাঁথিয়ার ৫ হাজার কৃষিশ্রমিক ধান কাটতে দেশের বিভিন্ন অঞ্চলে

আব্দুদ দাইন: মরণঘাতী করোনা সংকটের মধ্যেও পাবনার সাঁথিয়া থেকে প্রায় ৫হাজার কৃষিশ্রমিক ধান কাটতে গেছে দেশের বিভিন্ন অঞ্চলে। তাদের নিকট এখন করোনা ভীতির চেয়ে আর্থিক চাহিদা মেটানোই বেশী জরুরী। সাঁথিয়া উপজেলা কৃষি কর্মকর্তা সঞ্জিব কুমার গোস্বামী জানান, প্রায় ১৫দিন ধরে ধাপে ধাপে গ্রুপে গ্রুপে বিভক্ত হয়ে প্রায় ৫হাজার জন কৃষিশ্রমিক ধান কাটার জন্য রাজশাহী, সিরাজগঞ্জ,নওগাঁ, নাটোর, হবিগঞ্জ, সুনামগঞ্জ ও নেত্রকোনা চলে গেছে । প্রতিদিন যাওয়া অব্যাহত আছে। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মোতাবেক কৃষি শ্রমিকদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে উপজেলা প্রশাসন,স্বাস্থ্য বিভাগ ও পুলিশ প্রশাসনের সহযোগিতায় সকল ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। কৃষিশ্রমিকদের নাম ঠিকানা, মোবাইল নং অফিসে সংরক্ষণ করা হচ্ছে। প্রত্যেক কৃষি শ্রমিককে নাগরিক সনদ, স্বাস্থ্য সনদ, শ্রমিক সনদ প্রদান করা হয়েছে। তিনি জানান,এই শ্রমিকগণ প্রতি বছর উল্লিখিত জায়গাগুলোতে বছরের এই সময় ধান কাটতে যায়। শুধুমাত্র করোনার কারণে এবছর তাদের জন্য এ সকল কার্যক্রম সমাধান করতে হচ্ছে

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments