শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলা৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রংপুরে চিনি কলের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে রংপুরে চিনি কলের শ্রমিক কর্মচারীদের বিক্ষোভ

জয়নাল আবেদীন: রংপুরের শ্যামপুর চিনি কলের শ্রমিক কর্মচারিরা ৪ মাসের বকেয়া বেতন পরিশোধের দাবিতে বিক্ষোভ করেছে । তাদের সঙ্গে যুক্ত হয়েছে চিনিকলের আখচাষীরা । তাদের দাবি গত বছরের ২ কোটি টাকা বকেয়া আখের দামদের এখনো দেয়া হয়নি ।রবিবার দুপুরে মিল গেটে অবস্থান নিয়ে তারা এই কর্সূচি পালন করেন। এসময় শ্যামপুর চিনিকল এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদক বুলু আমিন অবিলম্বে সরকারি হস্তক্ষেপ ও সহায়তার দাবি জানিয়ে বলেন, সারা বিশ্ব যখন করোনায় বিপর্যস্ত তখন চার মাস ধরে বেতন না পেয়ে শ্রমিকদের জীবন দুর্বিসহ হয়ে উঠেছে । পাশাপাশি গত বছর দেয়া অখের দাম না পেয়ে বিচলিত হয়ে পড়েছেন অখ চাষিরা। বকেয়া থাকায় পরবর্তী অবাদ নিয়ে অনিশ্চয়তায় পড়েছে। চিনিকলের শ্রমিক আলমগীর হোসেন বলেন, করোনাভাইরাসের সময় বাড়ি থেকে বের হতে পারছি না। জমানো টাকা শেষ হওয়ায় ধার দেনা করে চলছি। বর্তমানে দোকানিরা আর বাকিতে খরচ দিতেও রাজি হচ্ছেন না। ফলে পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবনযাপন করছি। শ্যামপুর সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মো. সামসুজ্জামান বলেন, দোকানপাট বন্ধ থাকায় চিনিকলে উৎপাদিত চিনি বাজারে বিক্রি করা সম্ভব হচ্ছে না। ফলে আর্থিক সমস্যার সৃষ্টি হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments