বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারায়পুরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ

রায়পুরে কৃষকের ধান কেটে দিলেন যুবলীগ

তাবারক হোসন আজাদ: লক্ষ্মীপুরের রায়পুরে শ্রমিক সংকটে পড়া কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছেন উপজেলা যুবলীগের নেতাকর্মীরা। সোমবার সকালে দক্ষিণ চরবংশী ইউনিয়নের আখন বাজার এলাকার চাষি বাসেদ আখনের প্রায় এক একর জমির ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দিয়েছেন প্রায় ১৫ নেতাকর্মী। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা যুবলীগের সাবেক আহবায়ক মামুন বিন জাকারিয়া, যুগ্ন আহবায়ক কৌশিক আহম্মেদ সোহেল, জহির হোসেন পাটোয়ারী, সদস্য গনি সর্দার ও দক্ষিণ চরবংশী ইউনিয়ন যুবলীগের নেতৃবৃন্দসহ প্রমূখ করোনা ভাইরাসে লক্ষ্মীপুর জেলা জুড়ে লকডাউনের কারণে যোগাযোগ প্রায় বন্ধ হয়ে গেছে। কবে মুক্তি মিলবে এ বন্দিদশা তা জানেন না কেউ । এতে উপজেলায় ইরি-বোরো ধান পাকতে শুরু করেছে। শ্রমিক সংকটে পড়ায় কৃষকরা বিপাকে পড়েছেন। ফলে ধান কাটা-মাড়াইয়ে দুশ্চিন্তায় চাষিরা। যুবলীগ সূত্রে জানা যায়, উপজেলায় ১০ টি ইউনিয়নে ভিন্ন করে ধান কাটার জন্য কমিটি করা হয়েছে। তৃণমূল পর্যায়ের প্রান্তিক কৃষক যারা শ্রমিক সংকটে পাকা ধান ঘরে তুলতে পারছেন না। সেই সকল কৃষকদের বাছাইয়ের কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে। যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক কৌশিক আহম্মেদ সোহেল বলেন, কৃষক কষ্ট করে ধান কাটে ও ঘাম ঝরিয়ে সেই ধানগুলোকে আগলে রেখে অন্ন জোগান দেয়। তাই কৃষকের কষ্ট লাগবে প্রধানমন্ত্রীর আহবানে জেলা যুবলীগের নির্দেশে কৃষকের ধান কেটে ঘরে তুলে দিয়েছি। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments