মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাকেশবপুরে ধান কাটা শ্রমিক সংকট

কেশবপুরে ধান কাটা শ্রমিক সংকট

জি এম মিন্টু: কেশবপুরে ইরি ধানের বাম্পার ফলন দেখা দিলেও ধান কাটা শ্রমিক সংকট থাকায় দুচিন্তাতায় হয়ে পড়েছে কৃষকরা। গত বৃহস্পতিবার ,শুক্রবার টানা ৩ ঘন্টা ভারী বৃষ্টি ও মঙ্গলবার সকাল থেকে গুড়ি গুড়ি ও ভারী বৃষ্টির পানিতে তুলিয়ে গেছে অনেক কৃষকের মাঠের পাঁকা ধান। কৃষকরা জানান,শ্রমের দাম বেশি হলেও করোনাভাইরাসের কারণে ধান কাটা শ্রমিক সংকট দেখা দিয়েছে। যশোর,সাতক্ষীরা,ফরিদপুরসহ বিভিন্ন জেলার শ্রমিকদের এনে ধান কেটে ঘরে তুলতে অনেক খচর হচ্ছে। বেশি খচর হলেও মাঠের ধান বাড়িতে আনতে মরিয়া হয়ে উঠেছে কৃষকরা।এদিকে মাঠে সোনার ফলস দেখে কৃষকদের মুখে হাসি ফুটেলও তারা ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে। ইতিপূর্বে মাঠের পাকা ধান কাটা কাজে পুরুষের পাশাপাশি নারীরা ব্যস্ত রয়েছে বলে দেখা গেছে। কৃষকরা সময় মতো জমিতে সার কীটনাশক ডিলেজ ব্যবহার করা ফলে ইতিপূর্বে কিছু কৃষকদের মাঠের প্রায় ধান কাটা শেষ হলেও বাকি কৃষকদের ধান কাটা নিয়ে দুনিশ্চিতার মধ্যে দিন পার করছে তারা।

প্রকৃতি দুর্যোগ না হলে কৃষকরা সময় মতো তাদের ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারবে বলে তারা আশা করেছেন। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে এবার উপজেলায় ১৩ হাজার ৩ শ ৫০ হেষ্টের জমিতে বিভিন্ন জাতের ধান চাষ করেছে কৃষকরা। বৃষ্টির হওয়ার কারণে আগামী ১৫/২০ দিনের মধ্যে মাঠের ধান কাটা শেষ হবে বলে কৃষকরা জানান। উপজেলার ত্রিমোহিনী,সাগরদাঁড়ি.মজিদপুর,বিদ্যানন্দকাটি,মঙ্গলকোট,কেশবপুর সদর,পাঁজিয়া,সুফলাকাটি,গৌরঘোনা,হাসানপুর সাতবাড়িয়া ইউনিয়ন ও কেশবপুর পৌর শহর ঘুরে দেখা গেছে মাঠের চারদিকে ধান আর ধান।ভোগতী নরেন্দপুর গ্রামের কৃষক ফজলু সরদার সাংবাদিকদের জানান,আমি ১ বিঘা জমিতে ধান রোপন করেছি প্রায় ১৫ হাজার টাকা খচর হলেও ২৫ মণ ধান পাবো আমি। মৃলগ্রামের নিরাজ্ঞন দাস,ব্রক্ষকাটি গ্রামের আব্দুল হাকিম সরদার,বালিয়াডাঙ্গা গ্রামের বিল্লাল হোসেন,রামচন্দ্রপুর গ্রামের নূরু ইসলাম,সুজাপুর গ্রামের আব্দুর রাজ্জাক মোড়লসহ উপজেলার অনেক কৃষক জানান, ইরি ধানের বাম্পার ফলন দেখা দিয়েছে। আর যদি কোন প্রকৃতি দুর্যোগ না হয় তাহলে আমরা সময় মতো ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারবে,দামেও ভালো পাবো বলে আশা করছি। এ ব্যপারে উপজেলা কৃষি অফিসার মহাদেব চন্দ্র সানা বলেন কৃষকরা সময় মতো জমিতে সার কীটনাশক ডিলেজ ব্যবহার করার ফলে ধানের বাম্পার ফলন দেখা দিয়েছে। আর প্রকৃতি দুর্যোগ না হলে কৃষকরা ক্ষেতের ধান কেটে ঘরে তুলতে পারবে। গত বৃহস্পতিবার ,শুত্রæবার টানা ৩ ঘন্টা ভারী বৃষ্টি ও মঙ্গলবার সকাল থেকে গুড়ি গুড়ি বৃষ্টি হওয়ায় পানিতে তুলিয়ে গেছে অনেক কৃষকের মাঠের পাঁকা ধান। এসব ধানের কালার নষ্ট হয়ে যাওয়ায় ফলে কৃষকরা ক্ষতিগ্রস্থ হয়ে পড়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments