শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলারংপুরে সাংবাদিকদের পিপিই ও প্রনোদনা উপহার দিলেন সেনাবাহিনী

রংপুরে সাংবাদিকদের পিপিই ও প্রনোদনা উপহার দিলেন সেনাবাহিনী

জয়নাল আবেদীন: রংপুরে করোনাকালে স্থানীয় ,জাতীয় দৈনিক,ফটো সাংবাদিক এবং বিভিন্ন টিভি চ্যানেলগুলোতে সাংবাদিকগণ জীবনের ঝুঁকি নিয়ে কাজ করে যাচ্ছেন । মঙ্গলবার সকালে বাংলাদেশ সেনাবাহিনীর ৬৬ পদাতিক ডিভিশন পক্ষ থেকে শতাধিক সাংবাদিককে প্রনোদনা উপহার ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জামাদিসহ বিভিন্ন সামগ্রী প্রদান করেছে ।রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে উপহার সামগ্রি বিতরণ করা হয়।এসময় সাংবাদিক ছাড়াও হকার, দিনমজুর, শ্রমিক এবং প্রয়াত সাংবাদিকদের পরিবারকে অতিরিক্ত ত্রাণ সহায়তা দেয়া হয়। উপহার সামগ্রী প্রদানকালে ৬৬ পদাতিক ডিভিশনের ৯ ইঞ্জিনিয়ার ব্যাটালিওনের অধিনায়ক লে. কর্ণেল মো. তারিকুল আলম বলেন, বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া অদৃশ্য করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধ যুদ্ধে চিকিৎসকের গুরুত্বপূর্ণ ভূমিকার পাশাপাশি সংবাদকর্মীদেরওভুমিকা কম নয় । তারা জীবনের ঝুঁকি নিয়ে সংবাদের মাধ্যমে জনগণকে স্বাস্থ্যবিধি ও সরকারি নির্দেশনা মেনে ঘরে থাকতে উদ্বুদ্ধ করছেন। মানুষকে সচেতন করছেন। ইতোমধ্যে অনেক সাংবাদিক করোনায় আক্রান্ত হয়েছে । তিনি বলেন সেনাবাহিনীর পক্ষ থেকে গণমাধ্যম কর্মীদের সামান্য উপহার দিয়ে আমরা তাদের পাশে থাকতে চাই। সামাজিক দূরত্ব মেনে ত্রাণ সামগ্রি বিতরণ শেষে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ায় কর্মরত সাংবাদিকদের সংবাদ সংগ্রহে করোনা ঝুঁকি রোধে সুরক্ষা সরঞ্জামাদি হিসেবে ফেস মাস্ক, পিপিই ও হ্যান্ড স্যানিটাইজার দেয়া হয়। এসময় রংপুর প্রেসক্লাবের সভাপতি রশীদ বাবু, সহ-সভাপতি আবু তালেব ,মোনব্বের হোসেন মনা যুগ্ম সাধারণ সম্পাদক মানিক সরকার, কোষাধ্যক্ষ আব্দুর রউফ সরকার,দপ্তর সম্পাদক সিদ্দিকুর রহমান ক্রীড়া সম্পাদক সাজ্জাদ হোসেন বাপ্পী, সাহিত্যও সংস্কৃতি সম্পাদক রেজাউল ইসলাম বাবু,কার্যকরি পরিষদের সদস্য জয়নাল আবেদীন ,জাকির হোসেন , জাভেদ ইকবাল সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments