শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি লকডাউন

ঢাকা মেডিকেল কলেজের পুলিশ ফাঁড়ি লকডাউন

বাংলাদেশ প্রতিবেদক: দায়িত্বরত পুলিশ পরিদর্শকের করোনায শনাক্ত হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতাল পুলিশ ফাঁড়ি লকডাউন করা হয়েছে। সোমবার রাতে পুলিশ ফাঁড়িটি লকডাউন করা হয়। সেখানে কর্মরত সকল পুলিশ সদস্যকে আইশোলেশনে পাঠানো হয়েছে।

সোমবার রাতে করোনা শনাক্ত হওয়া পুলিশ পরিদর্শক মো. বাচ্চু মিয়া (৫৪) ঢাকা মেডিকেল কলেজ পুলিশ ফাঁড়ির ইনচার্জ ছিলেন। সেখানে আটজন পুলিশ সদস্য ও দুজন আনসার কর্মরত ছিলেন।

গত কয়েকদিন ধরে মাঝে মাঝে জ্বর অনুভব করায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা করা হয় বাচ্চু মিয়ার। সোমবার সন্ধ্যায় পরীক্ষার ফলাফল করোনা পজিটিভ জানা যায়।

ফাঁড়িটি লকডাউন হওয়ায় এখন আর কোনো পুলিশ সদস্য সেখানে অবস্থান করবেন না বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার এস এম শামীম ।

আইনশৃঙ্খলা পরিস্থিতি ঠিক রাখতে শাহবাগ থানার দুটি মোবাইল টিম দায়িত্ব পালন করবে বলেও তিনি জানান।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments