বুধবার, এপ্রিল ২৪, ২০২৪
Homeসারাবাংলারংপুরে কৃষকের প্রায় ৫একর জমির ধান কেটে দিল জেলা এবং মহানগর ছাত্রলীগ

রংপুরে কৃষকের প্রায় ৫একর জমির ধান কেটে দিল জেলা এবং মহানগর ছাত্রলীগ

জয়নাল আবেদীন: রংপুর জেলা ছাত্রলীগ জেলার পীরগঞ্জে এবং মহানগর ছাত্রলীগ নগরির দর্শনা এলাকায় প্রায় ৫ একর জমির পাকা ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দিয়ে দরিদ্র কৃষকের মুখে হাসি ফুটিয়েছে । বুধবার সকাল থেকেই প্রায় ১শ নেতা কর্মীরা ধান কাটায় অংশ নেয় এবং মাড়াই করে তা কৃষকের গোলায় তুলে দেয় ।রংপুর জেলা ছাত্রলীগ জেলার পীরগঞ্জ উপজেলার উজিরপুর গ্রামের দুলাল রায়ের ৭৫ শতাংশ জমির পাকা ধান কেটে মাড়াই করে গোলায় তুলে দেয়ায় দুলাল রায় ও তার পরিবারের সদস্যদের হাসিমুখে যেন সবার ক্লান্তি ঘুচে গেছে। এ প্রসঙ্গে ছাত্রলীগ জেলা সভাপতি মেহেদী হাসান রণি বলেন প্রান্তিক মানুষের হাসি মুখ দেখার জন্যই আমাদের প্রিয় নেত্রী রাতদিন পরিশ্রম করে যাচ্ছেন। তার স্বপ্নের ফেরিওয়ালা হয়ে আমরাই দেশের প্রতিটি মানুষের মুখে হাসি ফুটিয়ে যাবো। এদিকে রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন এর নেতৃত্বে রংপুর নগরীর ১৫ নং ওয়ার্ডের দর্শনা মোড় এলাকায় এক মহিলা পাকা ধান কাটতে পারছে না। এই সংবাদ পেয়ে শতাধিক ছাত্রলীগের নেতা কর্মি মহিলা সহ কৃষকের ৪ একর জমির পাকা ধান কেটে দেয়। সেই সঙ্গে তারা পাকা ধান কেটে মাড়াই করে ঘরে তুলে দেয়। এসময় ধান কাটায় অংশ নেন রংপুর মহানগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক তুষার কান্তি মন্ডল । রংপুর মহানগর ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ আসিফ হোসেন বলেন, দেশের যেকোনো মানবিক সংকটে সাধারণ মানুষের পাশে থেকে কাজ করে গেছে ছাত্রলীগ। করোনা মোকাবেলায় মাঠে থেকে সর্বোচ্চ কাজ করছে ছাত্রলীগ পরিবার। এরই ধারাবাহিকতায় আমরা খবর পাই শ্রমিক সংকটের কারনে রংপুরের ১৫ নং ওয়ার্ডে ধান কাটতে পাছেননা । দুঃসময়ে আরো কোন কৃষক যদি এমন সমস্যার মুখোমুখি হন তাদেরকেও আমরা সহযোগিতা করার জন্য তারা প্রস্তুত আছি বলে জানান তিনি ।এ সময় আরো উপস্থিত ছিলেন রংপুর মহানগর ছাত্রলীগের “যুগ্ম-সাদারণ সম্পাদক আজিজুল ইসলাম আজিজ, সহ-সভাপতি নয়ন মাহমুদ বিপ্লব, উপ-তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক মো: আল-হাসান সরকার, ছাত্রনেতা, রিপন বাবু, জগিন চন্দ্র দাস, রাব্বি, বাবু, সহ রংপুর মহানগর ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতা-কর্মীরা । যাদের অধিকাংশই কৃষি পরিবারের সন্তান ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments