মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ের নগদ অর্থ পাচ্ছে কারা?

কলাপাড়ায় প্রধানমন্ত্রীর মোবাইল ব্যাংকিংয়ের নগদ অর্থ পাচ্ছে কারা?

এস কে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়ায় নভেল করোনা ভাইরাসের পরিস্থিতিতে প্রধানমন্ত্রীর মানবিক সহায়তা কার্যক্রমের আওতায় দুস্থ পরিবারের জন্য মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে নগদ অর্থ পাওয়া নিয়ে সংশয় দেখা দিয়েছে ওই পরিবার গুলোতে। স্থানীয় সরকারের দলীয় জনপ্রতিনিধি ও দলীয় নেতার অনুসারীদের ভিড়ে প্রকৃত দুস্থ পরিবারের নাম লিপিবদ্ধ করা নিয়ে কাঠ খড় পোড়াতে দেখা গেছে অনেককে। তবে ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্য, মেয়র ও চেয়ারম্যানরা ভিন্ন মতের দুস্থ পরিবারের জন্য ত্রান সুবিধা দেয়ার প্রধানমন্ত্রীর নির্দেশনা এড়িয়ে আগামী নির্বাচনকে মাথায় রেখে সরকারী সেবা সুবিধা দিয়েই নিজেদের নির্বাচনী মাঠ গোছাতে তৎপর বলে জানিয়েছেন সাধারন মানুষ। তবে স্থানীয় দুর্যোগ ও ত্রান বিভাগ সূত্র বলছে প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুসারে করোনা পরিস্থিতিতে দল বিবেচনায় না নিয়ে দুস্থ পরিবারের তালিকা তৈরীর জন্য জনপ্রতিনিধি ও দুর্যোগ ব্যবস্থাপনা কমিটিকে অনুরোধ করা হয়েছে। যাতে বর্তমান পরিস্থিতিতে একটি দুস্থ পরিবারও প্রধানমন্ত্রীর মানবিক সহায়তার বাইরে না থাকে। নির্ভরযোগ্য সূত্রে জানা যায়, নভেল করোনা ভাইরাসের পরিস্থিতিতে দুস্থ পরিবারের জন্য প্রধানমন্ত্রীর নগদ অর্থ সহায়তা মোবাইল ব্যাংকিংয়ের মাধ্যমে বিতরনের জন্য উপজেলায় সাড়ে ১২ হাজার দুস্থ পরিবারের তালিকা তৈরীর কাজ চলছে গত কয়েকদিন ধরে। ওয়ার্ড কাউন্সিলর, ইউপি সদস্য, দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি, ইউপি চেয়ারম্যান ও মেয়র গন জাতীয় পরিচয় পত্র ও ফোন নম্বর সম্বলিত এ তালিকা তৈরী করছেন। যা ইউনিয়ন ও পৌরসভা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটি অনুমোদন দিয়ে উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির মতামতের ভিত্তিতে চূড়ান্ত করার কাজ প্রায় শেষ পর্যায়ে। তবে নিম্ন আয়ের অধিকাংশ দুস্থ পরিবার বাদ পড়ছে তালিকা থেকে। দলীয় দৃষ্টি ভঙ্গিতে তৈরী হচ্ছে সুবিধাভোগেীদের নামের তালিকা। ভিন্ন মতের দুস্থ পরিবার গুলোর নাম উঠছেনা দলীয় নির্দেশনায় গঠিত এ ওয়ার্ড দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির তত্ত্বাবধানে। কলাপাড়া উপজেলার ধূলাসার ইউনিয়নের চাপলি বাজারের মোবাইল মেকানিক জাহাঙ্গীর বিশ্বাস বলেন,করোনা পরিস্থিতিতে দোকান বন্ধ থাকায় অসহায় হয়ে পড়েছেন। সরকারী সেবা সুবিধা পেতে তিনি স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে গত বেশ কিছু দিন ধর্না দিয়েও এক ছটাক চাল জোটেনি তার ভাগ্যে। ধূলাসারে তার মত নিম্ন আয়ের অনেক পরিবারের কপালে অদ্যবধি জোটেনি সরকারী ত্রান সুবিধা। অথচ নেতার অনুসারী কিংবা দলীয় নেতা-কর্মীর পরিবারের সদস্যরা একাধিক বার ত্রান সুবিধা পেয়েছেন। এমনকি দুস্থ তালিকায় রয়েছে সরকারী কর্মকর্তা সহ দলীয় প্রভাবশালী নেতার নাম। সরকারী সেবা সুবিধা বিতরনে উপজেলার সর্বত্র যেন একই চিত্র। এদিকে কলাপাড়ায় সাড়ে ১২ হাজার দুস্থ পরিবার ২৫’শত টাকা হারে মোবাইল ব্যাংকিংয়ে প্রধান মন্ত্রীর আর্থিক সুবিধা পেতে যাচ্ছে। যা ১৪ মে সকাল ১০:৩০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ’মুজিব বর্ষে মোবাইল ব্যাংকিং পরিসেবা’র মাধ্যমে ভিডিও কনফারেন্সিংএ আনুষ্ঠানিক ভাবে উদ্বোধন করবেন। তবে সুবিধাভোগীদের এ তালিকা তৈরী নিয়ে প্রধানমন্ত্রীর নির্দেশনা এড়িয়ে প্রধান্য দেয়া হয়েছে দলীয় বিবেচনা। কলাপাড়া উপজেলা দুর্যোগ ও ত্রান কর্মকর্তা তপন কুমার ঘোষ জানান,উপজেলার ১২টি ইউনিয়নে ১১ হাজার, কলাপাড়া পৌরসভা ১ হাজার ও কুয়াকাটা পৌরসভার ৫শ’ সুবিধাভোগী পরিবার প্রাথমিক ভাবে বাছাই করা হয়েছে। এসব সুবিধাভোগীদের নামের তালিকা তথ্য প্রযুক্তিতে সন্নিবেশ করে প্রেরনের কাজ চলছে। কলাপাড়া নিবার্হী কর্মকর্তা আবু হাসনাত মোহম্মদ শহিদুল হক জানান,প্রধানমন্ত্রীর উদ্দোগে সাড়ে ১২ হাজার দুস্থ পরিবারকে মুজিব বর্ষে মোবাইল

ব্যাংকিংয়ে সরাসরি নগদ অর্থ প্রেরন কার্যক্রম সফল ভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন কাজ করে যাচ্ছে। সুবিধাভোগীদের এ তালিকা স্বচ্ছতার সাথে তৈরীর জন্য প্রধানমন্ত্রীর নির্দেশনা রয়েছে। ভিন্নমতের মানুষও এ তালিকায় অন্তর্ভূক্ত হবে। দলীয় বিবেচনা এড়িয়ে দুস্থ বিবেচনায় তালিকা তৈরীর জন্য স্থানীয় জনপ্রতিনিধিদের উপজেলা প্রশাসনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments