শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাজয়পুরহাটে স্বেচ্ছায় জীবাণুনাশক স্প্রে করছে যুবসমাজ

জয়পুরহাটে স্বেচ্ছায় জীবাণুনাশক স্প্রে করছে যুবসমাজ

শফিকুল ইসলাম: প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রামণ প্রতিরোধে প্রশাসনের পাশাপাশি মাঠে কাজ করছে অনেক স্বেচ্ছাসেবী সংগঠন ও প্রতিষ্ঠান। করোনা প্রতিরোধ সরাঞ্জামও বিলি করছেন অনেকে। নিজ উদ্যোগে জীবাণু ধ্বংসকারী স্প্রেও ছিটাচ্ছেন বিভিন্নস্থানে। জয়পুরহাটেও ‘স্বেচ্ছাসেবী টিম বাপ্পি সবুজনগর’ নামে একটি স্বেচ্ছাসেবী সংগঠন গত ১৫ দিন ধরে পৌর শহরের সবুজনগর, কুটিরশিল্প, মন্ডলপাড়াসহ বিভিন্ন এলাকায় প্রতিদিন জীবাণুনাশক ¯েপ্র করে আসছেন। আজ মঙ্গলবার সকালেও তারা জীবাণুনাশক ¯েপ্র করেছে। সংগঠনটির সব সদস্যই বয়সে তরুণ ও উদ্যোমী। যাদের বেশিরভাগই কলেজ পড়ুয়া ছাত্র। স্বেচ্ছাসেবী সংগঠনটির সদস্য তানভীর হাসান জানান, প্রবাসে থাকা এলাকার বড়ভাই মেহেদী বাপ্প্#ি৩৯;র সার্বিক সহযোগীতায় দীর্ঘ ১৫ দিন যাবত জীবাণু ধ্বংসকারী ¯েপ্র করে যাচ্ছি। আমাদের এই উদ্যোগ মূলত মহামারী করোনাভাইরাস থেকে নিজেদের ও সমাজের মানুষদের কিছুটা হলেও করোনার সংক্রামন থেকে বাঁচানো। আমাদের এই ¯েপ্রর কার্যক্রম অব্যাহত থাকবে।্#৩৯; ধন্যবাদ জানিয়ে উপজেলা নির্বাহী অফিসার মিল্টন চন্দ্র রায় জানান, ‘স্বেচ্ছাসেবী টিম বাপ্পি সবুজনগর’ নামে স্বেচ্ছাসেবী সংগঠনটি যে কাজ করছে তা অতি প্রশংসনীয়। প্রশাসনের পাশাপাশি এইসব তরুন যুবকরা এগিয়ে আসলে করোনা থেকে আমরা খুব শিয় মুক্তি পাবো। ‘স্বেচ্ছাসেবী টিম বাপ্পি সবুজনগর’ নামের সংগঠনের তাসকিন রহমান, কাজল হোসেন, মুরাদ উল মস্তাকিম, রনি মন্ডল, মুকিত শেখ, তানভির হাসান, আবিদ মাহামুদ অভি, জুনিয়র নাবিল বিল্লাহ, ফাহিম হাসান, ইস্তিয়াক আহমেদ, তামজিদ আজহা দিপ্ত, আলী রেজুয়ান নিবির, আবু ইউসুফ সাকিবসহ অন্যরা গত পনেরদিন ধরে করোনা প্রতিরোধে জীবাণুনাশক ¯েপ্র করে যাচ্ছেন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments