বাংলাদেশ প্রতিবেদক: বগুড়ায় ঝড়ে গাছ পড়ে ঘর ভেঙে ঘুমন্ত অবস্থায় এক আওয়ামী লীগ নেতা নিহত হয়েছেন।
নিহত নজিবর রহমান নজির (৭০) জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি।
কাহালু থানার ওসি জিয়া লতিফুল ইসলাম জানান, বুধবার ভোরের দিকে ঝড়ে নজিরের ঘরের ওপর গাছ ভেঙে পড়ে। এতে তার ঘর ধসে যায়। এ সময় নজির ওই ঘরে ঘুমিয়ে ছিলেন। ঘুমন্ত অবস্থায় তিনি নিহত হন।
খবর পেয়ে ফায়ার সার্ভিসকর্মী ও স্থানীয়রা গিয়ে মরদেহ উদ্ধার করে। এ বিষয়ে কেউ কোনো অভিযোগ দেয়নি বলে জানান ওসি জিয়া লতিফুল ইসলাম।