জয়নাল আবেদীন: রংপুরের পীরগাছা উপজেলার এক ইউপি সদস্যার স্বামী হাফিজারকে এক কেজি গাঁজাসহ আটক করেছে পীরগাছা থানা পুলিশ। বুধবার বিকেলে পীরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন। তিনি জানান, মঙ্গলবার রাত ১০ টার দিকে উপজেলার অন্নদানগর ইউনিয়নের মোঙলা গ্রামের নিজ বাড়ি থেকে হাফিজার রহমানকে এক কেজি গাঁজাসহ আটক করা হয়।আটক হাফিজার রহমান ওই গ্রামের বরকত আলীর ছেলে ও অন্নদানগর ইউনিয়নের সংরক্ষিত ওয়ার্ড (১) মহিলা ইউপি সদস্য মোছাঃ সাবিনা বেগমের স্বামী ।তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতের মাধ্যমে রংপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।