মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

উল্লাপাড়ায় করোনার উপসর্গ নিয়ে ২ জনের মৃত্যু

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় করোনা উপসর্গ নিয়ে নূর মোহাম্মদ(৪৮) ও সুবল পাল(৭৫) নামের দু-জন মারা গেছেন । জানা যায়,নুর মোহাম্মদ উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক হাসপাতাল মহল্লার মৃত আব্দুল রহিমের ছেলে এবং অপরজন উল্লাপাড়া পৌর এলাকার বারোইয়া গ্রামের মৃত ভবানী পালের ছেলে । পৌর মেয়র এস এম নজরুল ইসলাম পুলিশ প্রশাসনের সহায়তায় মারা যাওয়া দু’জনের নিয়ে বাড়ি সহ আশে আশেপাশের কয়েকটি বাড়ি লক ডাউন করে দিয়েছেন । উল্লাপাড়া স্বাস্থ্য বিভাগের স্বাস্থ্য পরিদর্শক মোঃ ফারুক আহম্মেদ গণমাধ্যমকে জানান পৌর এলাকার কাওয়াক হাসপাতাল মহল্লার নুর মোহাম্মদ বেশ কিছু দিন ধরে জ্বর, কাশি ও হালকা শ্বাসকষ্ট নিয়ে বাড়িতেই ছিলেন । বিষয়টি কাউকে জানাননি বলে তার স্বজনদের কাছ থেকে জেনেছেন । আজ শনিবার ভোর চারটার দিকে সে মারা যায়। অপরদিকে উল্লাপাড়া পৌরসভার ১নং ওয়ার্ড কাউন্সিলর মোঃ আব্দুল আলীম গণমাধ্যমকে জানান সুবল পাল জ্বর, ঠান্ডা কাশি নিয়ে বগুড়া শহীদ জিয়া মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হন । সেখানে তার পরীক্ষা-নিরিক্ষার পর করোনা নেগেটিভ হওয়ায় হাসপাতাল কর্তৃপক্ষ তাকে ছাড়পত্র দেয় ।নিজ বাড়িতে আসার পর আবার তার জ্বর, ঠান্ডা কাশি ও শ্বাসকষ্ট বেড়ে যায় । এ অবস্থায় শনিবার ভোর ছয়টার দিকে তার মৃত্যু হয় । পৌর মেয়র এস এম নজরুল ইসলাম গণমাধ্যমের কাছে জানান বিষয়টি জানতে পেরে পুলিশ প্রশাসনকে সংগে নিয়ে মারা যাওয়া দুজনের বাড়ি সহ আরও কয়েকটি বাড়ি লক ডাউন করে দেওয়া হয়েছে ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments