শুক্রবার, মার্চ ২৯, ২০২৪
Homeসারাবাংলাচান্দিনায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত

চান্দিনায় নতুন করে আরও ১১ জনের করোনা শনাক্ত

ওসমান গনি: কুমিল্লা পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর একজন নিরাপত্তা কর্মী এবং চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাবরেটরি) সহ কুমিল্লার চান্দিনায় নতুন করে আরও ১১ জনের করোনা ভাইরাস (কোভিড-১৯) শনাক্ত হয়। রবিবার (১৪ জুন) বিকেলে আইইডিসিআর থেকে ওই ১১ জনের করোনা পজিটিভ রিপোর্ট আসে। চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে এসব তথ্য জানা যায়।

এনিয়ে চান্দিনা উপজেলায় মোট আক্রান্তের সংখ্যা ১ শত ৪৮ জন। এ উপজেলায় আক্রান্তদের মধ্যে এ পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়। এছাড়া সুস্থ্য হয়েছেন ৭৭ জন।

রবিবার মোট নতুন শনাক্ত ১১ জনের মধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ল্যাব যিনি নমুনা সংগ্রহ করেন তিনি, পল্লী বিদ্যুৎ সমিতি-১ এর প্রধান কার্যালয় ১জন নিরাপত্তা কর্মী, উত্তরা ব্যাংকে ১জন, ঔষধ কোম্পানীর প্রতিনিধি ১জন, বাগমারায় ২জন, পানিপাড়ায় ১জন, বাগানবাড়িতে ১জন, কুমিল্লা কুটুম্বপুরে ১জন, বেলাশ^র-স্বর্ণকুটিরে ১জন, নূরিতলায় ১জন রোগী শনাক্ত হন।

চান্দিনা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. আনোয়ার উল্যাহ্ জানান, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের এমটি-ল্যাব যিনি নমুনা সংগ্রহ করেন তিনি করোনা পজিটিভ হয়েছেন। এজন্য নমুনা সংগ্রহের প্রক্রিয়ায় কিছুটা জটিতা সৃষ্টি হয়েছে। উর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করে এ ব্যাপারে পদক্ষেপ নেওয়া হবে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments