বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলাচৌহালীতে চরের ১৫টি ফুড ব্যাংকের সক্ষমতা বাড়াতে মানবমুক্তির সহায়তা

চৌহালীতে চরের ১৫টি ফুড ব্যাংকের সক্ষমতা বাড়াতে মানবমুক্তির সহায়তা

মারুফা মির্জা: সিরাজগঞ্জের চৌহালী উপজেলার ঘোরজান, স্থল এবং সদর উপজেলার সয়দাবাদ ইউনিয়নের চরাঞ্চলের ঝুঁকি নিরসনে অসহায়দের সম্মিলিত উদ্যোগে গড়া ১৫টি ফুড ব্যাংকের সক্ষমতা বাড়াতে উন্নয়ন সংস্থা মানবমুক্তি অর্থ সহায়তা করেছে। অক্সফ্যাম বাংলাদেশের আর্থিক সহযোগীতায় বুধবার সকালে চৌহালী উপজেলা পরিষদ চেয়ারম্যান ফারুক সরকার, ইউএনও দেওয়ান মওদুদ আহমেদ ফুড ব্যাংক প্রতি ১৭ হাজার ১৪০ টাকার চেক তুলে দেন। এসময় ইউপি চেয়ারম্যান রমজান আলী, নজরুল ইসলাম, মানব মুক্তি সংস্থার স্কুল ফিটিং প্রোগ্রামের পিসি মোঃ রাসেল, রিকল-২০২১ প্রকল্পের ফিল্ড ফ্যাসিলিটেটর মোঃ সুরুজ্জামান, উপস্থিত ছিলেন। উল্লেখ্য, সামাজিক ভিত্তিতে চরাঞ্চলের শ্রমজীবি গৃহবধুদের গড়া এসব ফুড ব্যাংকে প্রতিদিন নিজেদের তোলা চাল গচ্ছিত চাল, টাকা রাখা হয়। পরবর্তীতে যেকোন দুর্যোগ সহ নানা সমস্যায় বিপন্ন মানুষের মাঝে এই ব্যাংক থেকে সহযোগীতা তুলে দেয়া হয়। একারনে চৌহালীর দক্ষিন বরংগাইল গ্রামের কোহিনুর বেগমের ফুড ব্যাংক বিশ্বজুড়ে প্রশংসিত। জাতীয় পর্যায়ে দ্যা ডেইলী স্টার এওয়ার্ড ও স্থানীয় পর্যায়ে তাকে সম্মাননা দেয়া হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments