সোমবার, এপ্রিল ২৮, ২০২৫
Homeসারাবাংলাএমপি রণজিতের ছেলে-পুত্রবধূ-নাতি করোনা আক্রান্ত

এমপি রণজিতের ছেলে-পুত্রবধূ-নাতি করোনা আক্রান্ত

বাংলাদেশ প্রতিবেদক: যশোর-৪ আসনের (বাঘারপাড়া-অভয়নগর) সংসদ সদস্য (এমপি) রণজিত রায়ের পর তার ছেলে, পুত্রবধূ ও নাতি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন।

যশোরের সিভিল সার্জন ডা. শেখ আবু শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন আক্রান্তরা হলেন- রণজিতের ছেলে রাজিব রায় (৩৫), পুত্রবধূ ঋষিতা সাহা (২৭) ও নাতি নিলম রায় (৩)।

এমপির ছেলে রাজিব রায় বাঘারপাড়া উপজেলা যুবলীগের আহ্বায়কের দায়িত্বে আছেন।

সিভিল সার্জন জানান, রণজিত রায়ের পরিবারের ছয় সদস্যের নমুনা সংগ্রহ করে ১৪ জুন যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (যবিপ্রবি) পাঠানো হয়। বুধবার আসা ফলাফলে দেখা যায় তিনজনের করোনা পজিটিভ।

এর আগে ৮ জুন রণজিত রায়ের যশোর শহরের বাসভবন থেকে তার নমুনা সংগ্রহ করা হয়। একই সময়ে তার পরিবারের আরও সাত সদস্যের নমুনাও সংগ্রহ করা হয়েছিল। পরে রাতে সেগুলো পরীক্ষার ফলাফলে দেখা যায় রণজিত রায় করোনা আক্রান্ত।

ওই দিন মধ্যরাতে রণজিত রায়কে যশোর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

দেশে গত ৮ মার্চ করোনা ভাইরাসে আক্রান্ত প্রথম রোগীর খোঁজ মেলার পর বুধবার সকাল ৮টা পর্যন্ত মোট আক্রান্ত দাঁড়িয়েছে ৯৮ হাজার ৪৮৯ জনে। ইতোমধ্যে মারা গেছেন ১ হাজার ৩০৫ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments