বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলানীলফামারী জেলায় নতুন করে আরও ৯ জনসহ করোনায় আক্রান্ত মোট ২৭৮

নীলফামারী জেলায় নতুন করে আরও ৯ জনসহ করোনায় আক্রান্ত মোট ২৭৮

মহিনুল ইসলাম সুজন: করোনা ভাইরাস আক্রান্তদের সংখ্যায় নীলফামারী জেলায় নতুন করে আরও ৯ জন যুক্ত হয়েছেন।এ নিয়ে পুরো জেলায় করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়ালো মোট ২৭৮ জন। বৃহস্পতিবার(১৮ জুন) রাতে সিভিল সার্জন ডাঃ রনজিৎ কুমার বর্মন বিষয়টি নিশ্চিত করে জানান, দিনাজপুর এম আব্দুর রহিম মেডিক্যাল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব হতে ১১,১২,১৫ ও ১৮ জুনের প্রেরিত ২৮টি নমুনা পরীক্ষায় নতুন করে ৯ জন আক্রান্তের এ তথ্য পাওয়া গেছে।

নতুন করে করোনা আক্রান্ত ব্যক্তিরা হলেন, নীলফামারী পৌরসভার কলেজপাড়ায় একই পরিবারের মা-ছেলে সহ দুইজন, পঞ্চপুকুর ইউনিয়নের চেংমারীর এক যুবক, জলঢাকা পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বগুলাগাড়ী এলাকায় দুইজন, ৯ নম্বর ওয়ার্ডের ডাঙ্গাপাড়ায় একজন যুবক, ডোমার উপজেলার ছোটরাউতা কাজিপাড়ার একই পরিবারের বাবা-ছেলে সহ দুইজন ও ডিমলা উপজেলার খগাখড়িবাড়ি ইউনিয়নের বন্দরখড়িবাড়ি এলাকার এক যুবক।
উল্লেখ্য:-নীলফামারী জেলার ২৭৮ জনের মধ্যে নীলফামারী সদরে ৮৮, জলঢাকা উপজেলায় ৫২, ডিমলা উপজেলায় ৪৫, সৈয়দপুর উপজেলায় ৩৬, ডোমার উপজেলায় ৩৩ ও কিশোরগঞ্জ উপজেলায় ২৫ জন।মৃত্যু বরন করেছেন ৬ জন। সুস্থ্য হয়ে বাড়ি ফিরেছেন ১২৯ জন।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments