বাংলাদেশ প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীলসহ ১১ জন চিকিৎসক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ৪ জন টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সে কর্মরত এনজিও চিকিৎসক।
সর্বশেষ শুক্রবার করোনা শনাক্ত হয় টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. প্রণয় রুদ্রের। বর্তমানে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন। এসব তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. টিটু চন্দ্র শীল।
তিনি বলেন, টেকনাফ স্বাস্থ্য কমপ্লেক্সের ১১ জন চিকিৎসকের করোনা শনাক্ত হয়েছে। টেকনাফে ১১ জন চিকিৎসকসহ এ পর্যন্ত ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে।