বাংলাদেশ প্রতিবেদক: চট্টগ্রামের সাতকানিয়ায় মাদক ব্যবসায় বাধা দেয়ায় মোসাদ্দেক নামে এক যুবককে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা।
সোমবার (২২শে জুন) রাতে, সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের বারদোনা আদর্শ পাড়ায় এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, আব্দুল হান্নান নামে এক ব্যক্তি এলাকায় ইয়াবা বিক্রি করতো। মাদকব্যবসা বন্ধের জন্য এলাকায় সামাজিক আন্দোলন গড়ে তুলছিল মোসাদ্দেক। এতে ক্ষীপ্ত হয়ে মাদক ব্যবসায়ী হান্নান প্রতিবাদকারী যুুুুবক মোসাদ্দেক ও তার ছোট ভাই ফয়সালকে ছুরিকাঘাত করলে ঘটনাস্থলে মোসাদ্দেক নিহত হয়।
পরে, মোসাদ্দেকের ভাই ফয়সালকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। মোসাদ্দেকের মরদেহ মায়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে রাখা হয়েছে।