কামাল সিদ্দিকী: করোনায় আক্রান্ত পাবনা’সেন্ট্রাল গার্লস হাই স্কুলের অফিস সহকারী লিয়াকত আলি মারা গেছেন। করোনায় আক্রান্ত হলে প্রথমে তাকে পাবনা জনারেল হাসপাতালে ভর্তি করা হয়। পরে তার অবস্থার অবনতি হলে ২২ জুন তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। আজ ভোরে সেখানে চিকিৎসাধীন অবস্থায়র সে মারা য়ায।মৃত লিয়াকত আলী পাবনা শহরের নয়নামতি এলাকার মৃত: আব্দুল কুদ্দুসের ছেলে।