কায়সার হামিদ মানিক: করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে ৬০ বছর বয়সী আরও এক রোহিঙ্গা নারীর মৃত্যু ঘটেছে। রোববার (২১ জুন) রাতে চিকিৎসাধীন অবস্থায় এ নারীর মৃত্যু হয়েছে। কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কার্যালয়ের প্রধান স্বাস্থ্য সমন্বয়কারী ডা. আবু তোহা মঙ্গলবার (২৩ জুন) বিষয়টি নিশ্চিত করেছেন।ওই নারী উখিয়ার কুতুপালং ৩ নম্বর ক্যাম্পের রোহিঙ্গা।
ডা. আবু তোহা জানান, ওই নারী গত বৃহস্পতিবার করোনার উপসর্গ নিয়ে কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি হন। পরে তাঁর নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য কক্সবাজার মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হয়। গত রোববার রাতে ওই নারীর মৃত্যু হয়।মঙ্গলবার বিকেলে নমুনা পরীক্ষার রিপোর্টে জানা যায়, তিনি করোনা পজিটিভ ছিলেন।
ডা. আবু তোহা আরো জানান, কক্সবাজারে এ নিয়ে করোনায় আক্রান্ত হয়ে পাঁচ রোহিঙ্গা নাগরিকের মৃত্যু হয়েছে। এর মধ্যে তিনজন নারী ও দু’জন পুরুষ। রোহিঙ্গা নাগরিকদের মধ্যে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা ঘটে গত ৩০ মে। এ ছাড়া কক্সবাজারে এখন পর্যন্ত মোট ৪৬ জন রোহিঙ্গা নাগরিকের মধ্যে করোনা ভাইরাস সংক্রমণ নিশ্চিত হয়েছে।