আবুল কালাম আজাদ/লতিফ তালুকদার: টাঙ্গাইলের কালিহাতীর এলেঙ্গাতে বাস-সিএনজি মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে একজন। আজ (২৪)জুন বুধবার দুপুরের দিকে ঢাকা-টাঙ্গাইল-বঙ্গবন্ধুসেতু মহাসড়কের এলেঙ্গায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন, ধনবাড়ী উপজেলার গোবিন্দপুর গ্রামের তোফায়েল আহমেদের স্ত্রী মরিয়ম আক্তার সুমি (২o) এবং একই গ্রামের মৃত আব্দুল হালিমের স্ত্রী উমেছা বেগম (৬o)। নিহতরা সম্পর্কে নানী-নাতনী বলে জানা গেছে । এ বিষয়ে, এলেঙ্গা হাইওয়ে পুলিশের সার্জেন্ট সজিব সিকদার বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা ধনবাড়ীগামী বিনিময় পরিবহনের একটি বাস মহাসড়কের এলেঙ্গায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা টাঙ্গাইলগামী একটি সিএনজির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালকসহ তিনজন গুরুতর আহত হন। পরে তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে গেলে দুই নারীকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় পুলিশ বাসটি আটক করলেও চালক ও হেলপার পালিয়ে যায়।