জয়নাল আবেদীন: জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমানের জন্মশত বার্ষিকী (মুজিব বর্ষ) উপলক্ষে কেন্দ্রীয় ছাত্রলীগ ঘোষিত কর্মসূচীর অংশ হিসাবে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে রংপুর জেলা ছাত্রলীগ এক লাখ ফলজ-ঔষধি গাছের চারা বিতরণ ও রোপন কর্মসূচীর উদ্ধোধন হয়েছে। বুধবার দুপুরে নগরীর আর্দশপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেডিকেল পাবলিক হাই স্কুল মাঠে ফলজ-ঔষধি গাছের চারা রোপণের মাধ্যমে বৃক্ষ রোপণ কর্মসূচীর উদ্বোধন করেন রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি।এ সময় রংপুর জেলা ছাত্রলীগের সভাপতি মেহেদী হাসান সিদ্দিকী রনি বলেন, মুজিব বর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নির্দেশে পরিবেশের ভারসাম্য রক্ষার্থে রংপুর জেলায় ছাত্রলীগ এক লাখ ফলজ-ঔষধি গাছের চারা বিতরণ ও রোপণ কর্মসূচী গ্রহণ করেছে। পর্যায়ক্রমে প্রতিটি উপজেলা ও পৌরসভা পর্যায়ে বৃক্ষ রোপন ও বিতরণ কর্মসূচী অব্যাহত থাকবে ।রংপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি শরিফুল ইসলাম শরিফ, যুগ্ম সাধারণ সম্পাদক শেরে জাহান শাওন, মোস্তফা পারভেজ জিয়ন, সহ-সম্পাদক রিদয় ও আরিফ, সাংগঠনিক সম্পাদক আদনান হোসেন, মোহাইমিনুর রহমান চৌধুরী বিদ্যুৎ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক অবিনাশ কুমার, ছাত্র বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান সজিব প্রমুখ। এসময় রংপুর জেলা ও বিভিন্ন ইউনিটের ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।