বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪
Homeসারাবাংলারংপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত ৮০৯ জন

রংপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা, মোট আক্রান্ত ৮০৯ জন

জয়নাল আবেদীন: রংপুরে প্রতিদিনই বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা। সংক্রমণ বাড়লেও সচেতনতা বাড়ছে না। বরং স্বাস্থ্যবিধি অমান্য করে নগর-বন্দর আর হাটে-বাজারে মানুষ বেপরোয়া চলাফেরা করছে। প্রশাসন তৎপর হলেও সাধারণ মানুষের উদাসীনতায় বাড়ছে সংক্রমণ। রংপুর জেলায় নতুন করে আরো ১৬ জন করোনাভাইরাসে সংক্রমিত রোগী শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় এই ভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়ালো বুধবার পর্যন্ত ৮শ০৯ জনে। এদের মধ্যে হাসপাতালে ও বাড়িতে থেকে সুস্থ হয়ে উঠেছেন ৪শ১০ জন। সিভিল সার্জন ডা. হিরম্ব কুমার রায় জানান, রংপুর মেডিকেল কলেজের পিসিআর ল্যাবে গত ২৪ ঘণ্টায় ১শ৮৮টি নমুনা পরীক্ষা করা হয়েছে। এতে রংপুরে ১৬, গাইবান্ধার ৩ জন ও লালমনিরহাট জেলার ৩ জনের করোনা শনাক্ত হয়েছে। নতুন আক্রান্তদের মধ্যে রংপুর মেট্রোপলিটন পুলিশের পাঁচজন সদস্য, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের এক পুলিশ সদস্য, রংপুর সিটি করপোরেশনে কর্মরত একজন, নগরীর মুলাটোলের দুইজন, সেন্ট্রাল রোড, নুরপুর, গুপ্তপাড়ার এলাকার একজন করে এবং মিঠাপুকুর ও গঙ্গাচড়া উপজেলায় দুইজন করে রয়েছেন । এদিকে রংপুর জেলায় মোট আক্রান্তদের মধ্যে পুলিশ ১শ৫৬, র‌্যাব সদস্য ৩০, আনসার ১৯, চিকিৎসক ১৯, স্বাস্থ্যকর্মী ১৫ এবং ব্যাংকার রয়েছে ২১ জন। তাদের বেশির ভাগই সুস্থ হয়ে উঠেছেন। জেলায় প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছিল ৪ এপ্রিল। এরপর পুরো মাসে শনাক্তের সংখ্যা গিয়ে দাঁড়ায় ৩৯ জনে। মে মাসে সেই সংখ্যা অস্বাভাবিক হারে বাড়ে। শুধু মে মাসেই শনাক্ত হয় ৩শ৮১ জন। রংপুর জেলায় এ পর্যন্ত সাড়ে ৬ হাজারেরও বেশি নমুনা পরীক্ষা করা হয়েছে। আক্রান্তের মধ্যে রংপুর সিটি করপোরেশন এলাকাতে সর্বাধিক ৬ শতাধিক করোনা রোগী রয়েছে। এই ভাইরাসে আক্রান্ত হয়ে জেলায় তের জনের মৃত্যু হয়েছে। যাদের নয় জনই সিটি করপোরেশন এলাকার বাসিন্দা।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments