শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাশেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮ ঘণ্টার ব্যবধানে ৪ জনের মৃত্যু

শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ৮ ঘণ্টার ব্যবধানে ৪ জনের মৃত্যু

বাংলাদেশ প্রতিবেদক: বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের (শেবাচিম) করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় ৮ ঘণ্টার ব্যবধানে 4 জনের মৃত্যু হয়েছে।

সোমবার রাত সাড়ে ১১টা থেকে মঙ্গলবার সকাল সাড়ে ৬টার মধ্যে এই ৪ জনের মৃত্যু হয়।

মৃতদের নমুনা সংগ্রহ করে পরীক্ষার জন্য পিসিআর ল্যাবে পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

সর্বশেষ মঙ্গলবার সকাল সাড়ে ৬টায় করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় জেলার মেহেন্দিগঞ্জ উপজেলার চরফাকাকাটা গ্রামের বৃদ্ধ ওয়াহউল্লাহ খান (৬২)। এর আগে, গত ৩ জুলাই তাকে হাসপাতালের করোনা ওয়ার্ডে ভর্তি করে তার স্বজনরা।

এর আগে, সোমবার দিবাগত রাত ১টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় পটুয়াখালীর গলাচিপার চরদিরাস এলাকার বৃদ্ধ আলতাফ হোসেন (৬০)। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল ওইদিন রাত সোয়া ১১টায়।

এদিকে সোমবার রাত সাড়ে ১১টায় অল্প সময়ের ব্যবধানে ঝালকাঠীর রাজাপুরের বাদুরতলার আবুল কায়সার (৭২) এবং বরিশাল সদর উপজেলার কাউয়ার চর এলাকার মো. রাজ্জাকের (৬৫) মৃত্যু হয়।

এ নিয়ে এ পর্যন্ত শেবাচিম হাসপাতালের করোনা ওয়ার্ডে ১শ’ ১৯ জনের মৃত্যু হয়। যার মধ্যে ৪৫ জনের করোনা পজেটিভ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments