বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলারংপুরে ভুয়া চিকিৎসকসহ আটক ৭

রংপুরে ভুয়া চিকিৎসকসহ আটক ৭

জয়নাল আবেদীন: রংপুর নগরীর মেডিকেল মোড় ধাপ এলাকায় ডায়াগনস্টিক সেন্টারের মালিক ও ভুয়া চিকিৎসক, ম্যানেজার, দালালসহ সাত জনকে গ্রেফতার করেছে পুলিশ । মঙ্গলবার দুপুরে কোতয়ালী থানায় এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান রংপুর মেট্রোপলিটন পুলিশের ডিসি (ক্রাইম) কাজী মোত্তাকি ইবনু মিনান। এসময় উপস্থিত ছিলেন এডিসি (ক্রাইম) শাহিদুল্লাহ কাওসার, এসি ( কোতয়ালী জোন) জমির উদ্দিন, কোতয়ালী থানার ওসি আব্দুর রশিদ প্রমুখ। আটককৃতরা হলেন, ভুয়া চিকিৎসক মোতালেব হোসেন রিপন হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারের মালিক মোস্তফা কামাল ম্যানেজার তৌহিদ হোসেন ব্যক্তিগত সহকারি তৌফিক ইসলাম রাফি ভুয়া ডাক্তারকে সহায়তা প্রদানকারী দালাল এরশাদ আলী আব্দুর রউফ রেজাউল ও নয়া মিয়া । সংবাদ সম্মেলনে জানানো হয় সোমবার গোপন সংবাদের ভিত্তিতে নগরীর ধাপ এলাকায় হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালিয়ে এমবিবিএস, এফসিপিএস পাশ করা ভুয়া চিকিৎসককে গ্রেফতার করা হয়। এসময় উদ্ধার করা হয় নেমপ্লেট, এমবিবিএস ও এফসিপিএস লেখা প্যাড, মোটর সাইকেল, মোবাইল ফোন। তারা দীর্ঘদিন ধরে রোগীদের সাথে প্রতারণা করছেন বলেও জানান তিনি। ডিসি আরও জানান, হিউম্যান কেয়ার ডায়াগনস্টিক সেন্টার নামে কোন রেজিষ্ট্রেশন নেই। এব্যাপারে পুলিশ বাদী হয়ে কোতয়ালী থানায় একটি প্রতারনার মামলা দায়ের করেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments