শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাকলাপাড়ায় ১১’শ জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

কলাপাড়ায় ১১’শ জেলেদের মাঝে ভিজিএফ’র চাল বিতরণ

এসকে রঞ্জন: পটুয়াখালীর কলাপাড়া উপজেলার পর্যটন কেন্দ্র কুয়াকাটা পৌরসভার উদ্যোগে বঙ্গোপসাগরে প্রজনন মৌসুমে ৬৫ দিন অবরোধে মাছধরা থেকে বিরত থাকা ১১’শ জেলের মাঝে ভিজিএফ এর চাল বিতরণ করা হয়েছে। ৭ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় ৬০নং লতাচাপলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে মাঠে সামাজিক দূরত্ব বজায় রেখে ভিজিএফ’র চাল জেলেদের মধ্যে বিতরণ করা হয়েছে। পৌর এলাকার নয়টি ওয়ার্ডে তালিকাভূক্ত ১২’শ জেলে থাকলেও প্রথম পর্যায়ে ১১’শ জেলেকে বিশেষ প্রনোদণার চাল দেয়া হয়েছে । বাদ পড়া বাকী জেলেদের পরবর্তীতে দেয়া হবে। ভিজিএফ এর চাল বিতরণ কালে কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা, কলাপাড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মনোজ কুমার সাহা,উপজেলা দারিদ্র বিমোচন অফিসার সৈয়দ আবু তাহের মোঃ খালিদ আহম্মেদ, পৌর প্যানেল মেয়র পান্না হাওলাদার,কাউন্সিলর তোফায়েল আহম্মেদ তপু, আবুল হোসেন ফরাজী, আশার আলো জেলে সমবায় সমিতির সভাপতি নিজাম শেখ প্রমুখ।
কুয়াকাটা পৌর মেয়র আঃ বারেক মোল্লা বলেন, জেলেদের চাল বিতরণ নিয়ে এর আগে নানা অভিযোগ থাকলেও এবার স্বচ্ছ ভাবে প্রকৃত জেলেরা ভিজিএফ এর চাল পেলো। নতুন তালিকায় প্রকৃত জেলেরাই অন্তর্ভুক্ত হয়েছে। জেলে নয় এমন জেলে কার্ডধারী নতুন এ তালিকা থেকে বাদ পড়েছে। যার ফলে প্রকৃত জেলেরাই ভিজিএফ’র বিশেষ প্রনোদনার এ চাল পেয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments