বৃহস্পতিবার, মার্চ ২৮, ২০২৪
Homeসারাবাংলাবিআরটিসি ও লোকাল বাস স্ট্যান্ড উচ্ছেদ: রংপুর মেডিকেল মোড় যানজট মুক্ত, পথচারীদের...

বিআরটিসি ও লোকাল বাস স্ট্যান্ড উচ্ছেদ: রংপুর মেডিকেল মোড় যানজট মুক্ত, পথচারীদের স্বস্তি

জয়নাল আবেদীন: দীর্ঘ ৩৬ বছর থেকে রংপুর মোটর শ্রমিক এবং মালিক পক্ষের একাংশের দখলে থাকা রংপুর নগরীর অন্যতম ব্যস্ততম ধাপ এলাকার মেডিকেল মোড় থেকে অবশেষে বাসস্ট্যান্ড উচ্ছেদের মাধ্যমে ওই এলাকাকে যানজট মুক্ত করা হয়েছে । বৃহস্পতিবার রংপুর মেট্রোপলিটন পুলিশের উপ-কমিশনার মেনহাজুল আলমের নেতৃত্বে ট্রাফিক পুলিশ সদস্যরা মেডিকেল মোড় থেকে বাসস্ট্যান্ড উচ্ছেদ করে। দীর্ঘ ৩যুগ পর অবশেষে যানজট মুক্ত করায় নগরবাসী ব্যবসায়ি এবং পথচারি সবার মনে স্বস্তি এনে দিয়েছে । মেট্রো ট্রাফিক পুলিশ সূত্রে জানাগেছে, দীর্ঘদিন ধরে ধাপ এলকার মেডিকেল মোড়ে অস্থায়ী বাসস্ট্যান্ড থাকায় ব্যবসায়ী, পথচারী, শিক্ষার্থী, রোগীসহ সর্বস্থরের মানুষকে চরম দুর্ভোগ পোয়াতে হতো। মানুষের দুর্ভোগ লাঘবের কথা চিন্তা করে ট্রাফিক পুলিশের নব নিযুক্ত উপ-কমিশনার (ট্রাফিক) মিনহাজুল আলম ওই স্থান থেকে বাসষ্ট্যান্ড উচ্ছেদের উদ্যাগ নেন। তারই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে মেডিকেল মোড় থেকে বিআরটিসি ও লোকাল বাস স্ট্যান্ড উচ্ছেদ করে নুতন স্থানে বাস থামার জায়গা নির্ধারণ করেন। এখন থেকে বিআরটিসি বাস গুলো ধাপ হাজীপাড়া জিয়া ছাত্রাবাসের সামনে ও লোকাল রুটের বাস গুলো পুরাতন লাশ ঘরের সামনে থামার স্থান নির্ধারণ করে দেন। এর ব্যতয় ঘটলে জরিমানাসহ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও ট্রাফিক পুলিশ জানায়। এদিকে ট্রাফিক পুলিশের এই উচ্ছেদ অভিযানকে স্বাগত জানিয়েছেন স্থানীয় ব্যবসায়ী, পথচারী, রোগী ও তাদের স্বজনরা। উচ্ছেদ অভিযানে উপস্থিত ছিলেন অতিরিক্ত উপ-কমিশনার (ট্রাফিক) উজ্জল কুমার রায়, সহকারি কমিশনার ইমরুল কায়েস ফরহাদ, মেট্রো ট্রাফিক পুলিশের শহর ও যানবাহন পরিদর্শক (টিআই) দেলোয়ার হোসেন ।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments