মঙ্গলবার, এপ্রিল ২৩, ২০২৪
Homeসারাবাংলাওয়ারীতে লকডাউনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

ওয়ারীতে লকডাউনেও আক্রান্তের সংখ্যা বাড়ছে

বাংলাদেশ প্রতিবেদক: রাজধানীর ওয়ারী এলাকায় লকডাউনের মধ্যেও নতুনভাবে আক্রান্ত হচ্ছেন অনেকেই। সিটি করপোরেশনের নির্ধারিত বুথে উপসর্গ নিয়ে প্রতিদিনই এলাকাবাসী হাজির হচ্ছেন নমুনা দিতে। ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস বলেন, এ এলাকায় সংক্রমণের যে হার দেখেছি সেটা লকডাউনের যৌক্তিকতাকে আরো তুলে ধরেছে। আমরা দেখেছি নমুনা সংগ্রহের প্রায় ৫০ ভাগের বেশি মানুষের সংক্রমণ ধরা পড়ছে। তাই লকডাউন কঠোরভাবে পালন করতে হবে।

লকডাউন এলাকায় নমুনা সংগ্রহের জন্য র‍্যাংকিং স্ট্রিটে অবস্থিত ওয়ারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ে নমুনা সংগ্রহের বুথ স্থাপন করা হয়েছে। সেখানে প্রতিদিন ৫০ জনের নমুনা সংগ্রহ করার সক্ষমতা রয়েছে। তাতে করোনা উপসর্গ নিয়ে আসা ব্যক্তিদের নমুনা সংগ্রহ করা হচ্ছে। প্রতিদিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত এ বুথটি খোলা থাকে। বুথে সরকার নির্ধারিত ইউজার ফি দিয়ে উপসর্গযুক্ত ব্যক্তিরা নমুনা দিতে পারেন।

ওয়ারীর কন্ট্রোল রুমের তথ্য অনুযায়ী, লকডাউনের প্রথম চার দিনে পরীক্ষার জন্য নমুনা নেওয়া ৬৯ জনের ফলাফলে ৩১ জনের করোনা পজিটিভ এসেছে। বুথের দায়িত্বে থাকা ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর সমাজ কল্যাণ শাখার তত্ত্বাবধায়ক নুরুল ইসলাম খান নাঈম জানান, প্রতিদিন তারা ৫০ জনের নমুনা সংগ্রহ করতে পারবেন। তবে এখনো ৫০ জনের কমই আছে। তবে এ সংখ্যা বাড়ছে। প্রথম দিন সাত জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। দ্বিতীয় দিন ১০ জন শনাক্ত হয়েছে। তৃতীয় ও চতুর্থ দিন সাত জনের করোনা পজিটিভ এসেছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments