শনিবার, এপ্রিল ২০, ২০২৪
Homeসারাবাংলাবাউফলে তেতুঁলিয়া নদী থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

বাউফলে তেতুঁলিয়া নদী থেকে অস্ত্রসহ ৩ ডাকাত গ্রেপ্তার

অতুল পাল: বাউফলের কেশবপুর ইউনিয়নের তেঁতুলিয়া নদীর বাদামতলী পয়েন্টে পণ্যবাহী কার্গো ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে কোস্টগার্ড। সোমবার (২০ জুলাই) দিবাগত রাতে তাদেরকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রসহ দুইটি ধারালো দা উদ্ধার করা হয়। আটককৃতরা হলো, জাকির হোসেন (৩৫), মানিক মিয়া (৩২) এবং হেমায়েত উদ্দিন (৪০)। স্থানীয় সূত্রে জানা গেছে, বাউফল ও ভোলা জেলার সিমান্তবর্তী বাউফলের কেশবপুরের ইউনিয়ন সংলগ্ন তেঁতুলিয়া নদীর বাদামতলী পয়েন্টে একদল ডাকাত পণ্যবাহী কার্গো ডাকাতির জন্য প্রস্ততি নিচ্ছিল। গোপন সুত্রে এমন খবর পেয়ে ভোলার কোস্ট গার্ডের একটি দল গতকাল সোমবার দিবাগত রাত ১২ টার দিকে তেঁতুলিয়া নদীতে অভিযান চালিয়ে ওই ডাকাত দলকে গ্রেপ্তার করেন। এসময় তাদের কাছ থেকে একটি ট্রলার, একনলা একটি বন্ধুক ও ধারালো দুইটি রামদা উদ্ধার করা হয়। কোস্টগার্ড দক্ষিণ জোনের গোয়েন্দা কর্মকর্তা লেফটেন্যান্ট মাহাবুবুল আলম শাকিল জানিয়েছেন, বাউফলের কালাইয়া গরুর হাট থেকে গরু কিনে বেপাড়িরা কার্গো বা ট্রলারযোগে ভোলা, নোয়াখালী, বরিশাল এবং ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় যাওয়ার সময় এরা ডাকাতি করে আসছে। এমন অভিযোগ দীর্ঘদিনের। গোপন সুত্রে খবর পেয়ে ডাকাতির প্রস্তুতিকালে এদের গ্রেপ্তার করা হয়। অপরদিকে কেশবপুর ইউনিয়নের একাধিক জেলে জানান, তেঁতুলিয়া নদীতে মাছ শিকার করতে হলে ভোলার বোরহান উদ্দিন উপজেলার গঙ্গাপুর এলাকার দক্ষিণ জয়নগর গ্রামের কওছার মিয়ার ছেলে চিহ্নিত ডাকাত সর্দার মহসিনকে প্রতি নৌকা বা ট্রলারের জন্য পাঁচ হাজার করে টাকা চাঁদা দিতে হয়। ঘটনার দিন সোমবার রাতে মহসিন অস্ত্রসহ একটি ট্রলার নিয়ে বাউফলের বাদামতলী এলাকায় জেলেদের থেকে চাঁদা আদায়ের জন্য আসে। এসময় তেঁতুলিয়া নদী দিয়ে পণ্যবাহী একটি কার্গো যাচ্ছিল। কার্গোর পাখায় জাল আটকে যেতে পারে জন্য জেলেরা কার্গোকে ধীরে চালাতে বলে এবং জেলেরা তাদের জাল রক্ষায় ব্যস্ত হয়ে পড়ে। একই সময় কোস্টগার্ডের বোট চলে আসলে মহসিন ডাকাত তার ট্রলারে থাকা আগ্নেয়াস্ত্র ও রামদা বাউফলেরর জেলেদের ট্রলারে রেখে তার ট্রলার নিয়ে দ্রুত ভোলার দিকে চলে যায়। পরে কোস্টগার্ডের তল্লাশিতে বাউফলের জেলেদের ট্রলারে অস্ত্র পেয়ে তাদেরকেই ডাকাত হিসেবে আটক করেন। কেশবপুর ইউপি চেয়ারম্যান এ্যাডভোকেট মহিউদ্দিন জানান, আটক জেলেরা নিরিহ প্রকৃতির মানুষ। তাদের দ্বারা ডাকাতি করা সম্ভব না। এটা মহসিন ডাকাতের কারসাজি বলেই মনে হয়।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments