বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় পাথার পান্তরে বাড়ি রক্ষায় ঠেকনা যখন কচুরীপানা

উল্লাপাড়ায় পাথার পান্তরে বাড়ি রক্ষায় ঠেকনা যখন কচুরীপানা

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় পাথার পান্তরে বর্ষাকালের দাবাড়ে (উত্তাল ঢেউ) বসতবাড়ী রক্ষায় কচুরীপানাকেই ঠেকনা হিসেবে ব্যবহার করা হয়। পাথার পান্তরে বর্ষাকালে বসতবাড়ীর ভিটা রক্ষায় ভরসা হয়ে দেখা মেলে কচুরীপানার ধাম। এর মাঝেও দাবাড়ের আঘাতে কমবেশি ক্ষতিগ্রস্থ হয় ফাঁকা এলাকার বসত ভিটা বাড়ী। উল্লাপাড়ার পশ্চিমাঞ্চলে তিনটি ইউনিয়ন এলাকার মাঠ-ঘাট স্বাভাবিক বন্যাতেই পানিতে তলিয়ে যায়। ইউনিয়ন তিনটি হলো-উধুনিয়া, বড়পাঙ্গাসী ও মোহনপুর। বর্ষা মৌসুমের শুরু থেকে তিন থেকে চার মাস কাল ইউনিয়ন তিনটির মাঠ-ঘাট সহ বিস্তীর্ণ এলাকা জুড়ে পানি থাকে। ইউনিয়ন তিনটি এলাকা পাথার অঞ্চল বলে পরিচিতি পেয়ে আছে। দাবাড়কালে নৌকা নিয়ে চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে ওঠে। এমন যে এলাকায় নৌকা চলাচল বন্ধ থাকে। সরেজমিনে ঘুরে দেখা গেছে, পাথার এলাকায় বসতভিটা রক্ষায় ধনী ব্যক্তিদের অনেকেই ইটের সোলিং বিছিয়ে দিয়েছে। গ্রামের অনেক বসতবাড়ি ঘিরে কচুরীপানার ধাম আটকে রাখা হয়েছে। জানা যায়, বর্ষাকালের শুরুতেই এলাকাবাসীর মাঝে উজান থেকে আসা কচুরীপানার ধামের খোঁজ পড়ে যায়। স্থানীয়রা জানান, তারা ভিটা বাড়ি দাবাড়ের কবল থেকে রক্ষায় কচুরীপানা দিয়ে ঘিরে রাখেন। এতে দাবারের ঢেউ এর আঘাত সরাসরি বসতভিটায় আঘাত আনতে পারেনা। কিছুটা হলেও ক্ষতি থেকে রেহাই মেলে বলে জানায়। উধুনিয়া গ্রামের মুছা প্রামানিক, জাহিদ মিয়া সহ আরো কয়েকজনের বসতভিটা ঘিরে ইটের সোলিং এর পাশাপাশি কচুরীপানার ধাম দিয়ে ঘিওে রাখা হয়েছে। এরা জানান, বর্ষাকালে কচুরীপানা তাদের কাছে ভিটা বাড়ি রক্ষায় ভরসা হয়েছে।

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments