ঈশ্বরদীতে দশ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী আটক

স্বপন কুমার কুন্ডু: ঈশ্বরদীতে দশ টাকার হেরোইনসহ এক মাদক ব্যবসায়ী আটক হয়েছে। গোপন সংবাদের ভিত্তিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পাবনা ‘খ’ সার্কেল ঈশ্বরদীর পরিদর্শক ভূপতি কুমার বর্মনের নেতৃত্বে শনিবার সন্ধ্যায় ঈশ্বরদী বিমান বন্দর সড়কের সিসিডিবি অফিসের সামনে সিএনজি থেকে ১০০ গ্রাম হেরোইন এবং ব্যবসায়ী হারুন-অর-রশীদ (২৮০) কে আটক করা হয়।
ভূপতি বর্মন জানান, রাজশাহীর গোদাগাড়ি হতে সিএনজিতে করে এই হেরোইন সিরাজগঞ্জের দিকে নিয়ে যাওয়া হচ্ছিল। এসময় হারুণের দেহ তল্লাশি করে প্যান্টের পকেট থেকে এই হেরোইন উদ্ধার করা হয়। উপ-পরিদর্শক মোস্তাফিজুর রহমান এএসআই হাফিজুর রহমানসহ অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও সেপাই উপস্থিত ছিলেন।
এব্যাপারে মামলা দায়ের করে থানায় সোপর্দ করা হয়েছে।

Previous article৩ কিশোর খুন : যশোর শিশু উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ আটক ৫জন রিমান্ডে
Next articleঠাকুরগাঁওয়ে প্রতিনিয়তই বাড়ছে করোনা রোগীর সংখ্যা, আজ নতুন শনাক্ত ৩০
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।