আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রামে ছোট বোনের জন্মদিনে বিষাক্ত মদপানে দুই কলেজ ছাত্র মারা গেছে। নিহত কলেজ ছাত্ররা হলো বনগ্রামের নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাসের ছেলে আকাশ সাহা (১৮)।

আব্দুদ দাইন: পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার বনগ্রামে ছোট বোনের জন্মদিনে বিষাক্ত মদপানে দুই কলেজ ছাত্র মারা গেছে। নিহত কলেজ ছাত্ররা হলো বনগ্রামের নন্দদুলালের ছেলে শুভ সাহা (২২) ও সুবাসের ছেলে আকাশ সাহা (১৮)। নিহত দুইজন একে অপরের বন্ধু বলে জানা গেছে। আকাশ পাবনা পলিটেকনিক কলেজের ছাত্র ও শুভ ঢাকা স্ট্যামফোর্ড কলেজের ৩য় বর্ষের ছাত্র। জানা যায়, বৃহস্পতিবার বনগ্রামের সুবাসের ছোট মেয়ে ও আকাশের বোন টিকলী রাণীর জন্মদিন ছিল। জন্মদিন উপলক্ষে আকাশের বাড়িতে ঘরোয়া পরিবেশে অনুষ্ঠানের আয়োজন করা হয়। রাতে সবাই ঘুমাতে গেলে আকাশ ও শুভ সাহা দুই বন্ধু অন্য একটি রুমে একসাথে ঘুমাতে যায়। সেখানে রাতে উভয়ই বিষাক্ত মদ পান করলে দু’জনই অসুস্থ হয়ে পরে। সকালে ওই রুম থেকে মদের বোতল পাওয়া যায় বলে স্থানীয় সূত্রে জানা যায়। অসুস্থ আকাশকে রাতেই পাবনা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। অপর বন্ধু শুভ সাহাকে তার স্বজনেরা সিরাজগঞ্জের এনায়েতপুর হাসপাতালে নেওয়ার পথে পাবনার বেড়া নামক স্থানে পৌঁছালে রাত ২ টার দিকে সে মারা যায়। একসাথে একই মহল্লার দুই বন্ধুর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। নিহত দুই বন্ধুর পরিবারের সদস্যদের মাঝে চলছে শোকের মাতম। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিরুল আলম জানান, দু’জনের লাশ পাবনা মর্গে পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্টের মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Previous articleখুলনায় স্কুলছাত্রী গুলিবিদ্ধ
Next articleনিজেদের স্বাধীনতা সরকারের কাছে সমর্পণ করেছে ইসি : রিজভী
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।