শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪
Homeসারাবাংলাউল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস ও মহাসড়কের নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ, হয়নি অর্ধেকও

উল্লাপাড়ায় রেলওয়ে ওভারপাস ও মহাসড়কের নির্মাণ দ্রুত শেষ করার তাগিদ, হয়নি অর্ধেকও

সাহারুল হক সাচ্চু: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় প্রায় ৮১ কোটি ৭৬ লাখ টাকা ব্যায়ে নির্মানাধীন রেলওয়ে ওভার পাস ও প্রায় সাড়ে চার কিলোমিটার মহাসড়কের নির্মাণ কাজ পরিদর্শন করে দ্রুত শেষ করতে তাগিদ দিয়েছেন সড়ক বিভাগের অতিরিক্ত সচিব মোঃ আব্দুল মালেক ৷ গতকাল শুক্রবার বেলা এগারোটার দিকে তিনি এর নির্মাণ কাজ দেখেন এবং কাজের গতি বাড়ানোর জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্দেশ দেন বলে জানা যায় ৷ এ সময় তার সাথে ছিলেন সড়ক বিভাগের রাজশাহী জোনের অতিরিক্ত প্রধান প্রকৌশলী মোঃ হাবিবুর রহমান, পাবনা সড়ক সার্কেলের তত্বাবধায়ক ও প্রকল্প পরিচালক মোঃ সাদেকুল ইসলাম, সিরাজগঞ্জ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আশরাফুল ইসলাম প্রাং, উল্লাপাড়া সড়ক বিভাগের উপ-বিভাগীয় প্রকৌশলী মোঃ শাহ মোহাম্মদ আসিফ, উপ-সহকারী প্রকৌশলী এস এম আব্দুল খালেক ও সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানের প্রকল্প ম্যানেজার ইঞ্জিনিয়ার মোঃ শাহিনুল ইসলাম । জানা গেছে ,বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার কাওয়াক থেকে পাইকপাড়া মোড় পর্যন্ত প্রায় সাড়ে ৪ কিলোমিটার মহাসড়ক পুনঃনির্মাণ এবং রেলওয়ে ওভার পাস নির্মাণে সড়ক বিভাগ থেকে বিগত ২০১৮ সালে দরপত্র আহ্বান করা হয় । এ দরপত্রের মাধ্যমে মোঃ ময়েন উদ্দিন বাঁশি লিমিটেড নামের একটি ঠিকাদারী প্রতিষ্ঠান কাজটি পায়৷ সড়ক বিভাগের পাবনা সড়ক সার্কেল ২০১৯ সালের ১৬ই মে ঠিকাদারি প্রতিষ্ঠানটিকে কার্যাদেশ দেয় বলে জানা গেছে ৷ ঠিকাদারী প্রতিষ্ঠানটিকে ১৬ মাসের মধ্যে নির্মান কাজ শেষ করার বিষয় জানানো হয় । জানা যায় রেলওয়ে ওভার পাস ও মহাসড়কের নির্মান কাজ শেষ করার আর মাসখানেক সময় রয়েছে৷ সেখানে নির্মাণ কাজ শেষ হতে এখনো অনেক বাকী আছে৷জানা যায় ঠিকাদারি প্রতিষ্ঠান মোঃ ময়েন উদ্দিন বাঁশী লিঃ সাথে চুক্তি করে রেলওয়ে ওভার পাস ও মহাসড়ক নির্মাণ কাজ অপর একটি ঠিকাদারি প্রতিষ্ঠান করছে৷

আজকের বাংলাদেশhttps://www.ajkerbangladesh.com.bd/
আজকের বাংলাদেশ ডিজিটাল নিউজ পেপার এখন দেশ-বিদেশের সর্বশেষ খবর নিয়ে প্রতিদিন অনলাইনে । ব্রেকিং নিউজ, জাতীয়, আন্তর্জাতিক রিপোর্টিং, রাজনীতি, বিনোদন, খেলাধুলা আরও অন্যান্য সংবাদ বিভাগ । আমাদের হাত বাধা নেই, আমাদের চোখ খোলা আমরা বলতে পারি ।
RELATED ARTICLES
- Advertisment -

Most Popular

Recent Comments